Homeসব খবরজাতীয়এবার বন্যার্তদের জন্য কুরবানির ১০০ গরু সেনাবাহিনীর হাতে তুলে...

এবার বন্যার্তদের জন্য কুরবানির ১০০ গরু সেনাবাহিনীর হাতে তুলে দিলেন ফারাজ

সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ছুটে আসা সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ফারাজ করিম চৌধুরী এবার সেই গরুগুলো সিলেটে দায়িত্বে থাকা সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন। সে সঙ্গে গরু কুরবানির পর ঠিকঠাক ভাবে প্রস্তুত করতে কসাইদের জন্য ৪ লাখ টাকা সম্মানিও তুলে দিয়েছেন সেনাবাহিনীর হাতে। ১০০টি গরু জ’বাই করে ১০ হাজার পরিবারের মাঝে ১ কেজি করে মাং’স বিতরণ করা হবে।

সিলেটে ভ’য়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ঈদ আনন্দে শামিল করতে ১০০টি গরু কুরবানির ঘোষণা আগেই দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ফারাজ করিম চৌধুরী। গরুগুলো কেনার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভি’ডিও শেয়ার করেন তিনি। ভিডিওটিতে দেখা যায় এক এক করে ১০০টি গরু গণনা করছেন ফারাজ।

আজ শনিবার (৯ জুলাই) সিলেট এরিয়া একিউ লেফটেন্যান্ট কর্নেল মহসিনুল হক কবিরের কাছে ২৭টি গরু হস্তান্তর করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট এরিয়ার ডিকিউ মেজর সাবরিনা মমতাজ অনি, ৩৮ এস টি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুল কাদের (পিএসসি), ক্যাপ্টেন সুমাইয়া তাবাসসুম ও ক্যাপ্টেন মেহজাবীন তানজিম রাফা।

এর আগে, বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট ডিভিশনের জিওসি মেজর জেনারেল হামিদুল হকের (এন.এস.ডব্লিউ.সি, পিএসসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে মতবিনিময় করেন ফারাজ করিম চৌধুরী। পরে সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত জনপদে বানভাসি মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পে আরও গরু পাঠানো হয়।

ফারাজ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও নিজের ফেসবুক ওয়ালে গরু ও অর্থ হস্তান্তরের একটি ভিডিও শেয়ার করেছেন। ফারাজ ভি’ডিও বার্তার ক্যাপশনে লিখেন, আমাদের ১০০টি গরুসহ কসাইয়ের খরচ বাবদ ৪ লাখ টাকা সম্মানিত সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। আমাদের সম্মানিত সেনাবাহিনীর সদস্যদের কাছে এই দায়িত্ব হস্তান্তরের উদ্দেশ্য হচ্ছে, আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর হাতে ১০ টাকা গেলে সেই ১০ টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। যেসব স্থানে আমাদের গরুগুলো পৌঁছে দেয়া হবে সেগুলো উল্লেখ করা হলো:

সুনামগঞ্জ: (১) দিরাই (২) ধর্মপাশা (৩) জামালগঞ্জ (৪) সুনামগঞ্জ (সদর) (৫) তাহিরপুর (৬) বিশ্বনাথ (৭) ছাতক (৮) দোয়ারা বাজার (৯) শাল্লা

সিলেট: (১) কোম্পানীগঞ্জ (২) কানাইঘাট (৩) ফেঞ্চুগঞ্জ (৪) গোলাপগঞ্জ (৫) গোয়াইনঘাট (৬) বালাগঞ্জ

ফারাজ করিম চৌধুরী বলেন, কুরবানির দিন ১০০টি গরু জ’বাই করে সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের মাঝে পৌঁছে দেয়ার জন্য আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি জনগণের জন্য যদি সেনাবাহিনীকে ১০ টাকা দেয়া হয়। তবে সেই ১০ টাকা তারা যথাযথভাবে পাবে। সেনাবাহিনীর কর্মপরিধি ও কার্যক্ষমতার কারণে আমরা তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করি এবং তারাও এ কাজে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করে। আমরা সুনামগঞ্জের দিরাই, ধর্মপাশা, জামালগঞ্জ, সুনামগঞ্জ (সদর), তাহিরপুর, বিশ্বনাথ, ছাতক, দোয়ারা বাজার, শাল্লা ও সিলেটের কোম্পানীগঞ্জ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট ও বালাগঞ্জে এসব গরু পৌঁছিয়ে ১০ হাজার পরিবার তথা ৪০ হাজার মানুষের মাঝে বিতরণ করবো।

Advertisement