Homeঅন্যান্যঈদের আনন্দ নেই ‘শান্তবাবু’র মালিক আলিম উদ্দীনের বাড়িতে

ঈদের আনন্দ নেই ‘শান্তবাবু’র মালিক আলিম উদ্দীনের বাড়িতে

তিন বছর ধরে শান্তবাবুকে পুষতে দু’বিঘা জমি বন্ধক রেখেছেন তিনি। আশা করেছিলেন এ বছর ঈদুল আজহায় ষাঁড়টি ১০ লাখ টাকা হলেও বিক্রি করবেন। বিক্রির ওই টাকায় বন্ধকি জমি উদ্ধার করবেন তিনি। রাত পোহালেই ঈদ। এখনো বিক্রি হয়নি ৩৩ মণ ওজনের গরু রাজশাহীর রাজা ‘শান্তবাবু’। এতে নিয়ে মহাবিপাকে আছেন মালিক আলিম উদ্দীন।

শনিবার (৯ জুলাই) বিকাল পর্যন্ত বিক্রি হয়নি তার বিশাল গরুটি। এ কারণে ঈদ আনন্দ নেই শান্তবাবুর মালিক আলিম উদ্দীনের বাড়িতে। শান্তবাবুর মালিক আলিম উদ্দীন বলেন, শান্ত বাবুর বয়স সাড়ে চার বছর। এখন তার ওজন ৩৩ মণ। গত দু’বছর ঈদুল আযহায় গরুটিকে বিক্রির জন্য অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু মহামারী করোনার প্রভাবে দর দামে না হওয়ায় তাকে বেচা হয়নি। এরপর এলাকার লোকজন কসাইয়ের কাছে বিক্রি করতে বলেছিল। কিন্তু আমি তাকে কসাইয়ের কাছে বেচতে চাই না। আমি তাকে কুরবানির জন্য প্রস্তুত করেছি।

আলিম উদ্দীন দুঃখ প্রকাশ করে বলেন, শান্তবাবুকে পুষতে ইতোমধ্যে দু’বিঘা জমি বন্ধক দেয়া হয়েছে। আর গরুর খাবারের দোকানেও লক্ষাধিক টাকা বকেয়া পড়েছে। আশা করেছিলাম এবার ঈদে তাকে ১০ লাখে হলেও বিক্রি করে বন্ধকি জমি উদ্ধার করবো। কিন্তু আজও বিক্রি করতে পারিনি গরুটিকে।

পুঠিয়া উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, লোকমুখে শুনে কিছু দিন আগে ওই ষাঁড়টি দেখতে গিয়েছিলাম। সাদা-কালো মিশ্রণে প্রায় ছয় ফিট উচ্চতা ও সাড়ে নয় ফিট দৈর্ঘ্যের ষাঁড়টির ওজন ৩৩ মণ হতে পারে। গরুটিকে সম্পূর্ণ দেশি খাবার খাইয়ে মোটাতাজা করা হয়েছে। তবে বিশাল দেহের কারণে কিছুটা স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। গরুটি বিক্রি না হওয়া দুঃখজনক। সেই সাথে ওই গরুটি পেছনে অনেক ব্যয় বেড়ে যাবে।

Advertisement