Homeসব খবরজেলার খবরএবার ঝিনাইদহে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম!

এবার ঝিনাইদহে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম!

মামুন মন্ডল নামে এক কৃষকের গাভী জন্ম দেয় ৬ পায়ের একটি বাছুর। অবিশ্বাস্য এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বাছুরটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভীড় করছে। ঝিনাইদহের শৈলকুপায় ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। চিকিৎসকদের মতে, বাছুরটির পা ৬টি হলেও সুস্থ ও স্বাভাবিক ভাবেই বেড়ে উঠতে পারবে।

বিরল এই ঘটনাটি উপজেলার বগুড়া ইউনিয়নের নাগিরহাট গ্রামে মামুন মন্ডলের বাড়িতে ঘটে। মামুন মন্ডলের গাভী ৬ পা বিশিষ্ট একটি বাছুর জন্ম দেয়। বাছুরটির স্বাভাবিকভাবে ৪টি পা থাকলেও ঘারের কাছে অতিরিক্ত ২ টি পা দেখা যায়।

গরুর মালিক মামুন মন্ডল বলেন, সকালে গাভীটি ৬ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দেয়। স্বাভাবিক ৪টি পায়ের সাথে ঘাড়ের কাছের আরো ২টি পা রয়েছে। এই অবস্থা আর বাছুরটিকে দেখে আমি নিজেই ঘাবড়ে যাই। তারপর দ্রুত চিকিৎসককে খরব দেই। বাছুরটির খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য অনেক মানুষ ভীড় করছে। বাছুরটির পা ৬টি হলেও সুস্থ ও স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারবে কোরো সমস্যা হবে না।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মামুন খান বলেন, ৬ পা বিশিষ্ট বাছুর জন্মের ঘটনা বিরল। সচরাচর এমন ঘটনা দেখা যায় না। অতিরিক্ত পা গুলোর স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে না। আশা করছি বাছুরটির ৬ পা হওয়াতে কোনো সমস্যা হবে না।

Advertisement