Homeফুটবলএবার এমি মার্টিনেজের পেছনে ছুটবে বড় ক্লাবগুলো

এবার এমি মার্টিনেজের পেছনে ছুটবে বড় ক্লাবগুলো

আর্জেন্টিনা একজন ‘অতিমানব’ লিওনেল মেসির দল। এই ধারণা বোধহয় ভেঙে দিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একজন নয় আর্জেন্টিনা ‘অতিমানবদের দল’। দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লিও। পঞ্চম এবং শেষবার বিশ্বকাপ খেলতে এসে ক্যারিয়ারের সেরাটা খেলেছেন। পূর্বে কখনও নকআউটে গোল করতে পারেননি তিনি। এবার প্রতিটি নকআউটে গোল করেছেন।

আসরের দ্বিতীয় সর্বোচ্চ সাতটি গোল এসেছে কিংবদন্তি মেসির পা থেকে। টাইব্রেকারে বিশ্বকাপ জিতে ‘গ্রেট অব অল টাইম বা গোট’ বিতর্ক থামিয়ে দিয়েছেন তিনি। তবু শুধু ‘এলিয়েন’ মেসির অসাধারণ পারফরম্যান্সে বিশ্বকাপ জেতেনি আলবিসেলেস্তেরা। জিতেছে একজন এমি মার্টিনেজের অতিমানবীয় পারফরম্যান্সে।

আর্জেন্টিনার জার্সিতে তার ক্যারিয়ার মাত্র ২৫ ম্যাচের। তাতেই কিংবদন্তি তিনি। ২০২১ সালে অভিষেক হওয়া এমি মার্টিনেজ আর্জেন্টিনার ইতিহাসের সেরা গোলরক্ষক। কারণ ওই ২৫ ম্যাচের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে তিনটি শিরোপা জিতেছেন তিনি। এমি মার্টিনেজ ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। ওই আসরে টাইব্রেকারে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। এরপর চলতি বছর ইতালির বিপক্ষে ফিনালিসিমা জিতেছেন এমি-মেসির আর্জেন্টিনা। এবার আকাশি-সাদাদের জেতালেন বিশ্বকাপ।

বিশ্বকাপ জয়ের পর এখন নিজের দেশ আর্জেন্টিনাতে গেছেন উদযাপন করতে। এর মধ্যেই খবর বেড়িয়েছে ক্লাবে ফেরার পর মার্টিনেজের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসবে অ্যাস্টিন ভিলা। ৯০মিনিট নামক ব্রিটিশ গণমাধ্যম জানাচ্ছে, আলবিসেলেস্তে গোলরক্ষকও তৈরি আছেন কথা বলতে।

৩৬ বছর পর দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পথে কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জিতেছেন মার্টিনেজে। ৩০ বছর বয়সী তারকার পেছনে ইউরোপের বড় কয়েকটি ক্লাব ছুটছে বলেও জানা গেছে। এর মধ্যে আছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্তাসের মতো ক্লাব।

এর মধ্যে জুভেন্তাসকে এগিয়ে রাখার ইঙ্গিত মিলেছে মার্টিনেজের অ্যাজেন্ট গাস্তাভো গণির কথায়। তিনি বলেছেন, ‘এখন অনেক অল্প কয়েকটি ক্লাব আছে যারা মার্টিনেজের মতো গোলরক্ষককে নিতে পারে। কিন্তু সিরি আর কোনো দল, কেন নয়? পরিষ্কারভাবে আমরা বড় কিছুর স্বপ্ন দেখছি, চ্যাম্পিয়ন্স লিগের।’

বায়ার্ন মিউনিখও মার্টিনেজের জন্য আগ্রহী বলে খবর রয়েছে। যদিও ৯০ মিনিটের দাবি, ম্যানুয়েল ন্যুয়ারের বদলির সংক্ষিপ্ত তালিকায় নেই আর্জেন্টাইন গোলরক্ষক। চলতি বছরের জানুয়ারিতে ভিলার সঙ্গে ৫ বছরের চুক্তি করেন মার্টিনেজ।

Advertisement