Homeসব খবরবিনোদনএত সুন্দর ছবি শিল্পী আঁকে কিভাবে? কে এই ছবিটা...

এত সুন্দর ছবি শিল্পী আঁকে কিভাবে? কে এই ছবিটা এঁকেছে?

চলতি মাসের ১৮ আগস্ট জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত হইচই এর ‘কারাগার’ সিরিজের প্রথম পর্ব মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই হইচই ফেলে দিয়েছে কারাগার।

‘কারাগার’ এ চঞ্চল চৌধুরীকে দেখা যায় কয়েদির চরিত্রে অভিনয় করতে৷ বসে যাওয়া গাঢ় লাল চোখ, শরীরে চটের তৈরি প্রাচীনকালের কয়েদিদের পোশাক, ছোট করে ছাঁটা চুলে ভিন্ন লুকে নতুন চরিত্রে দেখা যায়। এই সিরিজ এখন নেট দুনিয়ায় প্রসংশা কুড়াতে ব্যস্ত।

গত বুধবার দুপুরে চঞ্চল চৌধুরী নিজের ভেরিফাইড পেজে কারাগারে ভালো আছি জানিয়ে একটি ছবিসহ স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসের ক্যাপশনে জনপ্রিয় এই অভিনেতা লেখেন, দর্শকের মত আমার প্রশ্নও একটাই…..পার্ট ২ কবে আসবে? আরেকটা প্রশ্ন….এত সুন্দর ছবি শিল্পী আঁকে কিভাবে? কে এই ছবিটা এঁকেছে?? কারাগার এ আছি ভালো আছি। সাথে দুইটি ভালোবাসার প্রতীক।

কারাগার সিরিজ থেকে জানা যায়, এতে চঞ্চল চৌধুরী ও আফজালের পাশাপাশি অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এ কে আজাদ সেতুসহ অন্যান্যরা।

Advertisement