Homeসব খবরক্রিকেটইসলাম ধর্ম পাকিস্তান দলকে ঐক্যবদ্ধ করেছে : ম্যাথু হেইডেন

ইসলাম ধর্ম পাকিস্তান দলকে ঐক্যবদ্ধ করেছে : ম্যাথু হেইডেন

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ব্যাটসম্যান ম্যাথু হেইডেন। বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। তার মতে, পাকিস্তানের ক্রিকেটাররা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম ধর্মের মাধ্যমে।

পাকিস্তানের জাতীয় দৈনিক দ্য নিউজের প্রতিবেদনে অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার ব্যাটসম্যান বলেন, ‘ছেলেদের নিরপেক্ষতা ও বিনয় দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম। সবকিছু যেমন হওয়া প্রয়োজন ঠিক তেমনই ছিল। এটা সত্যিই দারুণ বিষয়। তাদের কোচিং করানোটাও সহজ। এটা এসেছে ধর্মীয় বিশ্বাস থেকে। একজন পশ্চিমা হিসেবে আমি বুঝতে পারতাম না বিশ্বাস ও প্রতিশ্রুতির মর্যাদা কেমন।

এসময় পাকিস্তানি ক্রিকেটারদের একসঙ্গে নামাজ পড়ার বিষয়ে হেইডেন বলেন, ‘এমনকি তাদের নামাজ, দিনের মধ্যে পাঁচটি ভিন্ন সময়ে। আপনি হয়তো লিফটে থাকবেন কিংবা লিফটের বাইরে। নামাজের সময় হলে তারা নামাজ পড়ে নেয়। এসব বিষয় তাদের আরও বেশি যুক্ত করে। স্রেফ হাই-হেলোর মধ্যে সীমাবদ্ধ নয়”।

Advertisement