Homeসব খবরজাতীয়ইভ্যালিকে ৩ সপ্তাহ সময় দেওয়া হচ্ছে

ইভ্যালিকে ৩ সপ্তাহ সময় দেওয়া হচ্ছে

দেনা-পাওনার হিসাব দিতে দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। বুধবার (১১ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের জানতে চাওয়া ছয়টি প্রশ্নের উত্তর দিতে আরও ছয় মাস সময় চায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। সোমবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় ও ইভ্যালির পক্ষ থেকে এ তথ্য জানা গেছে।

ইভ্যালির পক্ষ থেকে বলা হয়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে, তার জন্য আমরা ছয় মাস সময় চেয়েছি। সময় কেন চাওয়া হয়েছে, আবেদনে তা বলা হয়েছে। ১ আগস্ট মন্ত্রণালয়ের কাছে বাড়তি সময় চেয়ে ইভ্যালি বলেছে, তৃতীয় একটি নিরপেক্ষ নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ইভ্যালির সম্পূর্ণ আর্থিক হিসাবের বিবরণী ও কোম্পানির মূল্যায়ন করতে হবে। কোম্পানির অবস্থান এবং সংশ্লিষ্ট তথ্যাদি উপস্থাপনের জন্য ছয় মাস সময় লাগবে। এরপরই সব প্রশ্নের জবাব দেওয়া যাবে।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ইভ্যালির বিষয়ে পরবর্তী করণীয় কী হবে, তা আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত করা হবে। আর এই ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সেদিকে আমরা সর্বোচ্চ নজর দেবো।

Advertisement