Homeসব খবরজাতীয়আলুর দাম কত হবে, জানাল ভোক্তা অধিদপ্তর

আলুর দাম কত হবে, জানাল ভোক্তা অধিদপ্তর

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি আলুর দাম ৩৬ টাকার বেশি হওয়া উচিত নয়।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, কিছু দিন ধরে দেশে আলুর দাম বেড়েই চলছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্রতি কেজি আলু এখন অন্তত ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর উৎপাদন কত হয়েছে, তা নিয়ে মতবিরোধ থাকলেও সার্বিক মজুত পরিস্থিতির আলোকে বলা যায়, আগামী ডিসেম্বর পর্যন্ত দেশে আলুর বড় কোনো সংকট হবে না।

তিনি বলেন, সবাই এ বিষয়ে একমত যে, আলুর সংকট নেই। একটি কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। যারা অস্থিরতা তৈরি করছে, তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, দেশে আলুর উৎপাদন নিয়ে সরকারি সংস্থাগুলোর তথ্য সত্য নয়। সঠিকভাবে এ তথ্য সংগ্রহ করতে হবে। বিগত বছরগুলোয় এ সময় যে পরিমাণে আলু থাকে, এবার সেই পরিমাণ নেই। আলুর উৎপাদন ও চাহিদা প্রায় সমান সমান। যেসব ব্যবসায়ী আলু সংরক্ষণ করেছেন, তারাই দাম বাড়াচ্ছেন। হিমাগার মালিকরা আগে আলুতে লোকসান দিয়েছেন। এ কারণে তারা আলু কিনে সংরক্ষণ করেন না। ফলে, বাজার তাদের নিয়ন্ত্রণে নেই। সরকারকে এখানে হস্তক্ষেপ করতে হবে।

সভায় ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিয়া অভিযোগ করেন, কিছু কিছু ব্যবসায়ী বাজারে সুযোগ নিচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা আশা করি ভোক্তাদের পণ্য দিতে দায়িত্বশীল ব্যবসায়ীরা কাজ করবেন।

এফবিসিসিআই এর পরিচালক সিরাজুল ইসলাম বলেন, দাম আরও বাড়বে এ প্রত্যাশায় ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু ছাড়ছেন না। তারা আলু না ছাড়লে আমরা কোল্ড স্টোরেজ মালিকেরা অক্টোবর থেকে আলু ছাড়া শুরু করব। তাদের ভাড়া কেটে রেখে আলুর দাম দিয়ে দেব। আমরা মনে করি হিমাগারে আলু ধরে রাখার প্রবণতা থেকে বাজার অস্থির হচ্ছে।

Advertisement