Homeফুটবলআলভারেজের গোলে হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ রোনালদিনহোর

আলভারেজের গোলে হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ রোনালদিনহোর

কাতার বিশ্বকাপ দিয়ে ফের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। বিরতিত পর ক্রোয়েটরা ম্যাচে ফিরতে চেষ্টা চালিয়ে যায়। কিন্তু ব্যবধান কমাতে তো পারেনি, উল্টো হজম করেছে আরেকটি গোল। ডি-বক্সের মধ্যে মেসির দুর্দান্ত অ্যাসিস্টে অবিশ্বাস্য এক গোল করেছেন আলভারেজ। ফলে প্রথম সেমিফাইনালে ৩-০ ব্যবধানে জয় পেল আর্জেন্টিনা।

এদিকে, যুগের পর যুগ ধরেই চলছে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলীয় দ্বৈরথ। তবে সুন্দর ফুটবলে মুগ্ধ হতে হয় সকলকেই। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করেন আর্জেন্টিনার আলভারেজ। আলভারেজের দ্বিতীয় গোলের সময় হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ব্রাজিলের লিজেন্ড রোনালদিনহো।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন ব্রাজিলের তারকা ফুটবলাররা। বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাফু, ডিফেন্ডার রবার্তো কালোর্স, মিডফিল্ডার রোনালদিনহো, স্ট্রাইকার রোনালদোর মত তারকা ফুটবলাররা মাঠে বসে উপভোগ করেন আর্জেন্টিনার ম্যাচ।

ম্যাচ চলাকালেই ক্যামেরার লেন্স খুঁজে নেন রোনালদিনহোকে। লিওনেল মেসির অ্যাসিস্টে জুলিয়ান আলভারজের গোলের পর দাঁড়িয়ে হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বার্সেলোনার সাবেক ফুটবলার। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Advertisement