Homeসব খবরজাতীয়আরেক দফা দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আরেক দফা দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ল। রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানায়। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে। সোমবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে ৮৩ হাজার ২৮১ টাকা লাগবে।

এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৭৯ হাজার ৪৯০ টাকা ও ১৮ ক্যারেট স্বর্ণের ভরির দাম দাঁড়াবে ৬৮ হাজার ১১৮ টাকা। তবে হলমার্ক ছাড়া সনাতনী স্বর্ণ প্রতি ভরির দাম ৫৬ হাজার ২২০ টাকা।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ছিল ৮২ হাজার ৫৬ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের মূল্য ছিল ৭৮ হাজার ৩২৩ টাকা। আর ১৮ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৬৭ হাজার ১২৬ টাকা ও সনাতনী স্বর্ণ প্রতি ভরির দাম ছিল ৫৫ হাজার ২৮৭ টাকায়।

এর আগে ১৮ আগস্ট স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তবে দুইদিনের ব্যবধানে স্বর্ণের দাম আবার বাড়ানো হল।

Advertisement