Homeসব খবরবিনোদনআমি এখন নিজ দেশে চলে যাব : জেমি ডে

আমি এখন নিজ দেশে চলে যাব : জেমি ডে

বাংলাদেশের বাস্তবতায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপই হচ্ছে জামাল ভূঁইয়াদের জন্য সবচেয়ে বড় আসর। সেই আসরের আগেই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার বিকালে বাফুফে ভবনে আয়োজিত এক সভায় কোচ বদলের এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় দলের বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে’কে ৩ মাসের জন্য অব্যাহতি দিয়েছে বাফুফে। জেমি ডের অবর্তমানে আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বসুন্ধরা কিংসের প্রধান কোচ অস্কার ব্রুজোন। জেমির সঙ্গে কোনো আলোচনা না করেই তাকে অব্যাহতি দিয়েছে ন্যাশনাল টিমস কমিটি। গতকাল এ নিয়ে নিজের কষ্টের কথা জানান জেমি, ‘না না, আমার সঙ্গে কোনো আলোচনা করেনি।’

২০২২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত জেমির সঙ্গে চুক্তি বাফুফের। তার আগেই তাকে বাদ দিয়েছে ফুটবল ফেডারেশন। অথচ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ৩৪ সদস্যের প্রাথমিক তালিকাও চূড়ান্ত করেন ব্রিটিশ এ কোচ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর নিয়ে পরিকল্পনাও সাজান তিনি।

কিন্তু সাফ শুরুর হওয়ার ১৩ দিন আগে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ায় হতাশ জেমি, ‘এটাই ফুটবল। এখন আমি সাফ দলের কোচ নেই। আমি ব্যথিত হইনি, তবে খেলোয়াড়দের জন্য খারাপ লাগছে। গত কয়েক বছর তাদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছিলাম।’ তিন মাসের জন্য অব্যাহতি দেওয়ায় আপাতত নিজ দেশে চলে যাবেন বলে জানিয়েছেন জেমি, ‘আমি এখন নিজ দেশে চলে যাব।’

Advertisement