Homeসব খবরবিনোদনআমাকে যু’দ্ধ করতে হয়েছে : অপু বিশ্বাস

আমাকে যু’দ্ধ করতে হয়েছে : অপু বিশ্বাস

অভিনয় গুণে ইতিমধ্যে ঢালিউড পাড়ায় নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন ঢালিউড সিনেমার কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। তবে শুধু অভিনয়ে নয় নিজেকে প্রযোজকের খাতায়ও নাম লিখিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনে বিভিন্ন ঘটনার জন্ম দিয়ে মাঝে-মধ্যে খবরের শিরোনামে থাকেন এই অভিনেত্রী।

সম্প্রতি শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের বিষয় নিয়ে ব্যাপক আলোচিত হন তিনি। এবার ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়া প্রসঙ্গ তুলে যা জানালেন অভিনেত্রী অপু বিশ্বাস। জীবন মানে যু’দ্ধ। ব্যব্যক্তিগত জীবনে যখন আমি ১০০ পেরেছি, তারপরও আমাকে যু’দ্ধ করতে হয়েছে। কেউ যু’দ্ধের বিপরীতে যেতে পারবে না। যু’দ্ধের মাধ্যমেই আমরা বাংলাদেশ পেয়েছি।

তাই যাদের জীবনে যু’দ্ধ আছে, মনে রাখবেন আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন; যার জেরে পেছন থেকে আক্রমণ আসছে। কখনো মন খারাপ করবেন না। সব বাধা অতিক্রম করে নিজের গতিতে এগিয়ে যাবেন।সম্প্রতি টপ আয়োজিত ঈদ ও বাসন্তী মেলা উপলক্ষে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে মেলায় হাজির হয়ে কথাগুলো এভাবেই বললেন রুপালি পর্দার প্রিয় মুখ অপু বিশ্বাস। একইসঙ্গে এই অভিনেত্রী আরও বলেন, আপনার সাফল্য শুরু হয় তখনই আপনি নিজেকে ভেঙে পড়তে দেখেন। এখন দেশের নারীরা এগিয়ে যাচ্ছে। তাই সকল বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে সবাইকে।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে অপু বিশ্বাস অভিনীত ছবি। এ বছরই সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রযোজনার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই ঢালিউড কুইন।

‘লাল শাড়ি’ ছবিটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনুদানের মাধ্যমে প্রথম প্রযোজনায় নাম লিখিয়েছি। আগামী ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সবাইকে পরিবারের সাথে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল। আশা করি মুভিটি সবার ভালো লাগবে। আমার প্রথম প্রযোজনা আপনাকে হতাশ করবে না।

প্রসঙ্গত, সকল বাধা অতিক্রম করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি বলেন, বাধা আসবেই কিন্তু ভেঙে পড়লে চলবে না আপন গতিতে এগিয়ে যেতে হবে।

Advertisement