Homeসব খবরজাতীয়আমদানি পর্যায়েও সয়াবিন তেলের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার

আমদানি পর্যায়েও সয়াবিন তেলের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার

সয়াবিন তেলের আমদানি পর্যায়ের ১৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাহী তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সয়াবিন আমদানি পর্যায়ের ১৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে।’ খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

এর আগে, সোমবার (১৪ মার্চ) সয়াবিন ও পাম তেলের ওপর থেকে ২০ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করে। যা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।আমদানি পর্যায়েও সয়াবিন তেলের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় তেলে এখন আর কোনও ভ্যাট রইলো না।

গত ১০ মার্চ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভোজ‍্যতেলে ভ‍্যাট প্রত‍্যাহারের ঘোষণা দেন। তখন তিনি জানান, উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

Advertisement