Homeঅন্যান্যআবারও দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানায়। বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে। আজ বুধবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৭৮ হাজার ৫৫৭ টাকা লাগবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৭৫ হাজার টাকা ও ১৮ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়াবে ৬৪ হাজার ২৬৯ টাকা। তবে হলমার্ক ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম বাড়ানো হয়নি।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৭ হাজার ২১৬ টাকা, ২১ ক্যারেট ৭৩ হাজার ৭১৬ টাকা, ১৮ ক্যারেট ৬৩ হাজার ২১৯ ও সনাতন পদ্ধতির সোনা ৫২ হাজার ৭২১ টাকায় বিক্রি হয়েছে। বুধবার থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৩৪১ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২৮৪ ও ১৮ ক্যারেট সোনায় ১ হাজার ৫০ টাকা বাড়ছে।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দর অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। হলমার্ক করা ২২ ক্যারেটের রুপার অলংকারের দাম ১ হাজার ৫১৬ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট রুপার ভরি ১ হাজার ৪৩৫ ও ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ২২৫ টাকা ভরি। এর আগে দেশের বাজারে ১৭ জুলাই স্বর্ণের দাম কমে।

Advertisement