Homeসব খবরবিনোদনআপনারা তো জানেন, আমি অ’স্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা...

আপনারা তো জানেন, আমি অ’স্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই : ফারুকী

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব গুনি তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিভিন্ন সময় নানান ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। নিজের কাজ প্রসঙ্গেও জানান দেন। এবার তেমনই এক খবর দিলেন। নিজস্ব নির্মাণশৈলীতে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তার কাজ বরাবরই দর্শকমহলে বেশ প্রশংসিত।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে নিজের কাজ ফারুকী জানান, ‘আমাকে প্রায়ই অনেকে চিঠি পাঠায়। বলে, ভাইয়া আমরা আপনার হিউমার অনেক মিস করি। আপনি কি এখন থেকে সব সিরিয়াস গল্পই বলবেন? আরেকটা ৪২০ কি করা যায় না?’

তিনি আরও বলেন, ‘অনেকদিন ধরে ভেবে দেখছি, আমি দুইটা জিনিস মিস করতেছি। প্রেমের গল্প করা আর তামাশা করা। প্রেমের গল্প নিয়ে পরে বলবো। আজকে তামাশা নিয়ে বলি।’

গুনি এই নির্মাতা জানান, ‘বাংলাদেশি তামাশা একটা ইউনিক জিনিস। এটার রাজনৈতিক বাস্তবতা একজন ইউরোপিয়ানের পক্ষে হয়তো কখনোই বোঝা সম্ভব হবে না। আমি সবসময় বলি, তামাশা বা স্যাটায়ার হচ্ছে আমাদের ক্ষমতাহীন জনগণের নিজস্ব মারনাস্ত্র! এখানে ক্ষমতাবানেরা আমাদের সঙ্গে তামাশা করে। আমরা আরও বড় তামাশা তাদের পানে ছুঁড়ে দিই। এই অস্ত্রটা অনেকদিন সেই অর্থে ব্যবহার করি নাই। ছিঁটেফোঁটা হয়তো করছি, কিন্তু পুরো ওই জোনে রেখে কোনো কাজ করি নাই। আপনাদের মতো আমিও এটা মিস করছি।’

ফারুকীর ভাষ্য, ‘আপনারা তো জানেন, আমি অ’স্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। সুতরাং আমার পরের ওয়েব সিরিজই হবে তামাশাময়। এটা ঠিক ৪২০’র সিক্যুয়েল হবে না। তবে ওই জোনে হবে, আরও বেটার, আরও বিগার।’

Advertisement