Homeসব খবরবিনোদনআজ ব্রাজিলের হারা উচিত : ফারুকী

আজ ব্রাজিলের হারা উচিত : ফারুকী

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রিয় দলের বিশ্বকাপ মিশন শুরু হতে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থকরা। জমে উঠেছে কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২।

এদিকে তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপামর জনসাধারণের বৃহত্তর স্বার্থে আজকে ব্রাজিলের হারা উচিত। এছাড়াতো আমি আমার কিছু বন্ধুদের মুখে হাসি ফোটানোর আর কোনো রাস্তা দেখতেছিনা।’

এদিকে, গত মঙ্গলবার (২২ নভেম্বর) লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে সৌদি আরব, যা সবাইকে চমকে দিয়েছে। সৌদির এই জয়ে আর্জেন্টিনার সমর্থকরা বেশ কোণঠাসা হয়ে পড়েছেন। বিশেষ করে এন্ট্রি আর্জেন্টিনার সমর্থকরা তাদের ‘খোঁচা’ দিতে মোটেও ছাড়েননি। ফারুকীর ব্রাজিল হারার ইচ্ছা পোষণের স্ট্যাটাসটি তাদের জন্য আরও একটি ‘খোঁচা’ বটে!

অবশ্য সেদিন (২২ নভেম্বর) আর্জেন্টিনার হারের পর ফারুকী জানিয়েছিলেন, এই মুহূর্তে বিশ্ব ফুটবলে আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় মেসি। মেসির হাতে একটা বিশ্বকাপ দেখার ইচ্ছা আমারও। কিন্তু পাশাপাশি একটা কথাও বলা দরকার। আমাদের তরুণ বন্ধুরা আজকাল এক ধরনের আতিশয্যের বশে মেসিকে ম্যারাডোনার চেয়েও ওপরে তুলে ফেলেন।

তিনি আরও বলেন, ম্যারাডোনা এবং মেসি দুইজনকেই দুর্বল সতীর্থদের নিয়ে খেলতে হয়েছে। কিন্তু এই দুইজনের মধ্যে পার্থক্য এই যে, ম্যারাডোনা এই পরিস্থিতিতেও একাই ম্যাচ বের করে নিয়ে গেছে বহুবার, কাপ জিতেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মেসি এই জায়গায় পিছিয়ে।

Advertisement