Homeসব খবরজেলার খবরআগাম শীতকালীন সবজির ন্যায্য দামে খুশি কৃষকরা

আগাম শীতকালীন সবজির ন্যায্য দামে খুশি কৃষকরা

শীতের শুরুতেই বাজারে শীতের সবজির ভালো থাকে। তাই কৃষকরা শীতের সবজির আগাম চাষ করে লাভবান হতে পারেন। নওগাঁর বদলগাছীতে আগাম শীতকালীন সবজির ভালো দামে খুশি কৃষকরা। এবছর আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে।

এবছর বদলগাছীতে প্রায় ৭৩০ হেক্টর জমিতে শিম সহ বিভিন্ন সবজি চাষ আবাদ হয়েছে। বাম্পার ফলনের পাশাপাশি বাজারে সবজির ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। শীতের শুরুতে বাজারে সবজির ভালো দাম পাওয়া যায় বলে দিন দিন কৃষকরা শীতকালীন সবজির আগাম চাষে আগ্রহী হচ্ছেন।

গোবরচাঁপাহাট ও গতকাল বুধবার বদলগাছী সবজির বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি পাতা সহ পিয়াজ ৫৫-৬০ টাকা, রসুন ৬৫-৭০টাকা, শিম ১২০-১৪০শ টাকা, মুলা ৩৫-৪০ টাকা, করলা ৬০-৬৫টাকা, নতুন ফুল কপি ১পিচ ৪০-৪৫টাকা, লাল শাক ৩০-৩৫ টাকা, ঢেড়স ৫৫-৬০ টাকা, পটল ৩৫-৪০টাকা, বেগুন ৩০-৩৫ টাকা, পালং শাক ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষক গোপাল বলেন, এবছর আমি ১২ কাঠা জমিতে প্রায় ২২ শত ফুলকপির চারা রোপন করেছি। এখন জমি থেকে ফুলকপি তুলে বিক্রি করা শুরু করেছি। প্রতি পিস ফুলকপি খুচরা ৪৫-৫০ টাকা দরে বিক্রি করছি।কদমগাছী গ্রামের কৃষক আলামিন বলেন, আমি ১৮ কাঠা জমিতে পটল চাষ করেছি। প্রতিমণ করলা ১১০০-১৩০০ টাকা দরে বিক্রি করেছি। প্রতি সপ্তাহে দেড় থেকে দুই মণ করলা তুলতে পেরেছি।

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, বদলগাছীতে এবছর প্রায় ৭৩০ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজির আগাম চাষ আবাদ হয়েছে। আগাম সবজির চাহিদা ও বাজার দরে কৃষকরা খুশি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে।

Advertisement