Homeসব খবরবিনোদনআকবর ভাইয়ের মেয়েটার জন্য খারাপ লাগছে : জায়েদ খান

আকবর ভাইয়ের মেয়েটার জন্য খারাপ লাগছে : জায়েদ খান

বাবাকে হারিয়ে ছোট মেয়েটির আহাজারি যেন থাকছেই না। ‘আব্বু আমার কপালে চুমু দিয়ে বলে, এটাই শেষ দিয়ে গেলাম। আর কোনোদিন দেব না। আমি মনে হয় বাঁচব না। তোদের রাস্তায় ভাসিয়ে দিয়ে গেলাম। আমাকে মাফ করে দিস।’ কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আকবরের একমাত্র কন্যা অথৈ।

গায়ক আকবরের মৃ’ত্যুতে শোবিজের অনেকেই শোক প্রকাশ করেছেন। চিত্রনায়ক জায়েদ খান তার সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, মৃ’ত্যু নিশ্চিত। গায়ক আকবর ভাই অনেক চেষ্টা করেছেন বেঁচে থাকার জন্য। কিন্তু আল্লাহতায়ালা সবকিছুই নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। আকবরকন্যার জন্য দুঃখপ্রকাশ করে তিনি লেখেন, আকবর ভাইয়ের বাচ্চা মেয়েটার জন্য অনেক খারাপ লাগছে।

উল্লেখ্য, আজ থেকে প্রায় ১৮ বছর আগে ইত্যাদির মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে পরিচিতি পান আকবর আলি গাজী। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত। গানটির অডিও-ভিডিও দুটোই ছিল সুপারহিট। দেশ-বিদেশের মঞ্চে গান গেয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর। দেখা দেয় ডায়াবেটিসও। ছন্দপতন ঘটে জীবনের। অনেক বছর ধরেই দুরবস্থা চলছে। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালেও ফের ভাগ্যের পরিহাসে সংকটের মুখোমুখি আকবর।

কিছুদিন আগেই রাজধানীর বেটার লাইফ হাসপাতালে অপারেশনের মাধ্যমে তার ডান পা কে’টে ফেলা হয়। এরপর গত ৫ নভেম্বর কিড’নি জটিলতায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। সেখান থেকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। কিন্তু ডাক্তারদের সব চেষ্টাকে বৃথা করে পরপারে পাড়ি জমান আকবর।

Advertisement