Homeসব খবরবিনোদনঅস্ট্রেলিয়ায় থেকেও পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত শাবনূর

অস্ট্রেলিয়ায় থেকেও পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত শাবনূর

দেশের মানুষের দীর্ঘ দিনের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয়েছে শনিবার সকালে, স্বপ্ন হয়েছে সত্যি। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করেন। স্বপ্নের এই সেতু নিয়ে উচ্ছ্বসিত দেশবাসী। এদিকে অন্য সবার মতো পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত নায়িকা শাবনূরও।

তিনি বর্তমানে রয়েছেন সুদূর অস্ট্রেলিয়ায়, কিন্তু দেশের সবচেয়ে বড় অর্জনে তিনিও নিজের উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় শাবনূর লিখেছেন, স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন। আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়াতে আমিও আজ সবার সাথে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত। কেবল শাবনূর নন, শোবিজের অনেক তারকাই পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত।প্রত্যেকে যার যার জায়গা থেকে স্বপ্ন জয়ের আনন্দে ভাসছেন।

এদিকে, বহু তারকারা পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। চিত্রনায়ক ওমর সানী পদ্মা সেতুকে মুক্তিযুদ্ধের পর দেশবাসীর ‘দ্বিতীয় অর্জন’ উল্লেখ করে সমালোচনা না-করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আজ (২৫ জুন) দুপুরে দেওয়া স্ট্যাটাসে এই চিত্রনায়ক লিখেছেন: ‘আমার বাড়ি বরিশাল গৌরনদী, জন্ম কালিগঞ্জ জিনজিরা ঢাকা। শ্বশুরবাড়ি সাতক্ষীরা, হা হা হা। আলহামদুলিল্লাহ পদ্মা সেতু আমার লাগবে, আপনার লাগবে।’

পদ্মা সেতুকে ‘গর্বের সেতু’ উল্লেখ করে ওমর সানী সমালোচকদের উদ্দেশ্যে লিখেছেন: ‘আমাদের প্রথম অর্জন স্বাধীনতা, আর দ্বিতীয় অর্জন পদ্মা সেতু। সমালোচনা নয় আসুন আমরা এক মুখে বলি আমাদের পদ্মা সেতু।’

অন্যদিকে, আরেক মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল বলেন, ‘পদ্মা সেতু আমাদের জন্য বড় এক পাওয়া। আমাদের মতো দেশে এত বড় একটা প্রকল্প প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন এবং সফলভাবে এত অল্প সময়ে সম্পন্ন করেছেন, এটা খুবই প্রশংসনীয়। অনেকে ভেবেছিলেন এ রকম বড় একটা প্রজেক্ট বিদেশি সহায়তা ছাড়া করতে পারব না আমরা। এখন আমরা বলতে পারছি, আমাদের টাকায় সেতুটা হয়েছে।’

‘টাকা থাকলেই সব হয় না। এক্সিকিউট করার মানসিকতা লাগে। সাহস লাগে। কনফিডেন্স লাগে। শত বাধার মুখেও নিজের লক্ষ্যে অটুট থাকতে সবাই পারেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেটা করে দেখিয়েছে।’ বলেন এই মডেল অভিনেত্রী।

দক্ষিণবঙ্গের মানুষের জন্য পদ্মা সেতু গুরুত্বপূর্ণ উল্লেখ করে পিয়া জান্নাতুল আরো বলেন, ‘আমাদের বাবা-মায়েরা বলতেন, যদি আমাদের একটা সেতু হয়ে যেত তাহলে তো আমাদের আর কষ্ট থাকত না। এখন তারাও কাঙ্ক্ষিত সেতু পেল।’

Advertisement