Homeফুটবলঅলিম্পিকের জন্য আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

অলিম্পিকের জন্য আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

কোপা আমেরিকা ও ইউরো শেষে ফুটবলপ্রেমীদের চোখ এখন টোকিও অলিম্পিকের দিকে। যেখানে খেলবে – ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেনের মতো আন্তর্জাতিক ফুটবলে শক্তিশালী সব দল। অলিম্পিককে সামনে রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা অলিম্পিক দলের কোচ ফার্নান্দো বাতিস্তা।

অলিম্পিকের নিয়মানুসারে দলে ২৪ বছর বয়সের উর্ধ্বে তিনজন খেলোয়াড় রাখার সুযোগ পাবে প্রতিটি দল। সেই সুযোগ থাকা সত্ত্বেও দলে একজনের বেশি সিনিয়র খেলোয়াড় রাখেননি কোচ বাতিস্তা। একমাত্র সিনিয়র হিসেবে সুযোগ পেয়েছেন স্প্যানিশ ক্লাব কাদিজের গোলরক্ষক জেরেমাই লেদেসমা।

আগামী ২২ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম মাঠে নামবে আর্জেন্টিনা। ২৫ জুলাই দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ মিশর। আর শেষ ম্যাচে ২৮ জুলাই তাদের প্রতিপক্ষ স্পেন।

আর্জেন্টিনার অলিম্পিক দল: গোলকিপার: হোয়াকিন ব্লাসকেস, লাওতারো মোরালেস (লানুস), জেরেমাই লেদেসমা। ডিফেন্ডার: এর্নার দে লা ফুয়েন্তে, মার্সেলো এরেরা, নেহুয়েন পেরেস, লিওনেল মোসেভিচ, ফাকুন্দো মেদিনা, ফ্রান্সিসকো ওর্তেগা, ক্লদিও ব্রাভো।

মিডফিল্ডার: ফস্তো ভেরা, সান্তিয়াগো কলম্বাত্তো, টমাস বেলমন্তে, মার্টিন পায়েরো, থিয়াগো আলমাদা, এজেকিয়েল বার্কো।ফরোয়ার্ড: কার্লোস ভালেনসুয়েলা, পেদ্রো দে লা ভেগা, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এগুস্তিন উরজি, আদোলফো গাইস, এজেকিয়েল পন্স।

Advertisement