Homeসব খবরবিনোদনঅবশেষে হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

অবশেষে হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। মঙ্গলবার (১৭ জানুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ এ সংক্রান্ত রিটের শুনানিতে এ নির্দেশ দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন হিরো আলমের আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

তিনি জানান, তথ্য উপাত্ত যাচাই করে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ।

এর আগে, বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা পরে নির্বাচন কমিশন থেকেও বাতিল করা হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন হিরো আলম।

গত ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুপুর ১টার দিকে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এরপর হিরো আলম মনোনয়ন গ্রহণ ও বাতিল সংক্রান্ত বিষয়ে গত ১০ জানুয়ারি আপিল করেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে। সেই আপিলেও গত ১২ জানুয়ারি খারিজ করেন নির্বাচন কমিশন।

Advertisement