Homeসব খবরবিনোদনঅবশেষে সেই আশা পূরণ হচ্ছে : মীম

অবশেষে সেই আশা পূরণ হচ্ছে : মীম

‘আমি প্রথম থেকেই চেয়েছিলাম সিনেমাটি দেশের মানুষ দেখুক। অবশেষে সেই আশা পূরণ হচ্ছে। দেশের দর্শকরা সিনেমাটি বেশ উপভোগ করবেন এই বিশ্বাস আমার রয়েছে।’—নিজের নতুন সিনেমা ‘মানুষ’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম।

সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার এবং কলকাতার সুপারস্টার জিৎ অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন। গত ২৪ নভেম্বর কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি পেয়েছে মানুষ। মুক্তির পর বেশ প্রশংসাও কুড়িয়েছে সিনেমাটি। সেই ধারাবাহিকতায় সিনেমাটি এবার দেশের দর্শকদের দেখার সুযোগ করে দিচ্ছে নির্মাতা অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল ‘মানুষ’ সিনেমাটি। কিন্তু আমদানি জটিলতায় পিছিয়ে যায়। অবশেষে সব ঝামেলা মিটিয়ে দেশের ৪৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল এটি। সুপারস্টার জিৎকে নিয়ে টলিউডে ‘মানুষ’ নামের একটি সিনেমা নির্মাণ করেন বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমদ্দার। গেল ২৪ মে ভারতে বাংলা ভাষায় ১১৮টি ও হিন্দিতে ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।

মীম বলেন, ‘অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম সিনেমা। চেয়েছিলাম দুই দেশের দর্শক সিনেমাটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পারছেন। এ সিনেমায় আমি মানুষের গল্পই বলতে চেয়েছি। তো আমার কাছে মনে হয়, যেহেতু আমি এই দেশের মানুষ, এখানকার প্রেক্ষাপটেই গল্পটা চিন্তা করেছি সেহেতু আশা করছি, ভালো সাড়াও পাবো।’

Advertisement