Homeসব খবরক্রিকেটঅবশেষে পাঁচ উইকেটের দেখা পেল তাইজুল

অবশেষে পাঁচ উইকেটের দেখা পেল তাইজুল

নিকোলাস পুরানকে বোল্ড করে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন তাইজুল ইসলাম। এর আগে ক্যারিয়ার সেরা বোলিং ছিল ১১ রানে ৪ উইকেট। ২৭ মাস পর দলে ফিরে ছাড়িয়ে গেলেন নিজেকে। ১০ ওভারে ২৮ রান দিয়ে নেন ৫ উইকেট। শেষ ওয়ানডেতে ডাক পেয়েই জ্বলে উঠলেন তাইজুল ইসলাম। প্রায় দুই বছর পর দলে ফিরেই উইন্ডিজ ব্যাটিং লাইন-আপে ধ্বস নামিয়ে দিলেন বাঁহাতি এই স্পিনার।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমেই তাইজুলের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। তাইজুল ফিরিয়েছেন ব্রেন্ডন কিং, শাই হোপ, রভম্যান পাওয়েল, কিমো পল ও নিকোলাস পুরানকে।

গায়ানার স্পিনিং উইকেটে আজ শেষ ওয়ানডেতে পেসার শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে নেওয়া হয় তাইজুলকে। বোলিং করতে এসে নিজের প্রথম বলেই সাজঘরে ফেরান ওপেনার ব্র্যান্ডন কিংকে (৮) বোল্ড করে। এরপর আরেক ওপেনার শাই হোপকে ফেরান নিজের দ্বিতীয় ওভারে। হোপ স্টাম্পিং হন ২ রান করে। দুই ওপেনারের বিদায়ের পর শামারাহ ব্রুকসকে (৪) ফেরান মুস্তাফিজুর রহমান। ৩৩ রান করা কেসি কার্টিকে ফেরান নাসুম আহমেদ।

Advertisement