Homeসব খবরক্রিকেটঅধিনায়কত্ব এবং দুর্দান্ত ব্যাটিং করে “ম্যান অব দ্যা সিরিজ”...

অধিনায়কত্ব এবং দুর্দান্ত ব্যাটিং করে “ম্যান অব দ্যা সিরিজ” নির্বাচিত হয়েছেন অধিনায়ক তামিম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়ানডে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তামিম ইকবালের দল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জয়ে সিরিজ নিশ্চিত করার পর ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। কথায় আছে, সব ভালো যার শেষ ভালো তার।

দুর্দান্ত অধিনায়ক এবং ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। ব্যাট হাতে তিন ম্যাচে ১১৭ রান করেছেন তামিম ইকবাল। করেছেন একটি হাফ সেঞ্চুরি। ওয়ানডে সিরিজে তিনি হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রহক। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। প্রথম দুই ম্যাচের মত এই ম্যাচেও স্পিনারদের দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ।

তাইজুল ইসলামের ক্যারিয়ার সেরা ৫ উইকেটে ১৭৮ রান করেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে লিটন দাসের হাফ সেঞ্চুরিতে এবং শেষের দিকে নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ। এই জয়ের পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১১ ম্যাচে জয়লাভ করল বাংলাদেশ।

Advertisement