Homeধর্মসৌদি আরবে রমজান মাস শুরু হতে পারে ২ এপ্রিল

সৌদি আরবে রমজান মাস শুরু হতে পারে ২ এপ্রিল

সৌদি আরবের আকাশে বুধবার শা’বান মাসের চাঁদ দেখা যায়নি। ৪ মার্চ শুক্রবার থেকে শাবান মাস শুরু হবে।১৮ মার্চ শুক্রবার সৌদি আরবে নিসফে শা’বান। সেধারায় ১ এপ্রিল ২৯ শা’বান মাহে রমজানের চাঁদ দেখা গেলে ২ এপ্রিল থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।

অন্যান্য মুসলিম দেশের মতো সৌদি আরবেও রমজান একটি পবিত্র ও উৎসবের মাস। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কঠোর বিধি নিষেধের মধ্য দিয়ে মাহে রমজান পালিত হয় দেশটিতে। শপিং মল থেকে শুরু করে স্থানীয় বাজারগুলোতে এখন থেকেই রমজানের প্রস্তুতি শুরু হতে দেখা যাচ্ছে।

Advertisement