Homeফুটবলমায়ামির ভাগ্য বদলাতে ব্যর্থ মেসি

মায়ামির ভাগ্য বদলাতে ব্যর্থ মেসি

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর টানা জয়ের ওপরই ছিল। যার ফলে একটি শিরোপা ঘরে তোলে ও একটির ফাইনাল নিশ্চিত করে। এরপর আন্তর্জাতিক বিরতিতে গিয়ে ভ্রমণক্লান্তি ও ইনজুরিতে পড়তে হয় বিশ্বসেরা তারকাকে। এরপরই যেন শনি ভর করে মায়ামির ওপর। জিততেই ভুলে যায় মায়ামি। তবুও আশা ছিল মেসি নামলে জয় নিয়ে মাঠ ছাড়বে মায়ামি। কিন্তু হলো তার উল্টো।

চোট কাটিয়ে মেজর লিগ সকালে ফিরেছেন লিওনেল মেসি। কিন্তু তার ফেরাটা স্বস্তির হয়নি। শনিবার সিনসিনাটির বিপক্ষে ম্যাচে গোল করতে পারেননি, গোল করাতেও পারেননি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে। ১-০ গোলে হেরেছে মেসির দল। এই হারে মেজর সকার লিগের প্লে অফে খেলার সম্ভাবনা প্রায় শেষ মায়ামির। ৩২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকায় ১৪ নম্বরেই থাকলো মিয়ামি। পরের দুই ম্যাচে পুরো ৬ পয়েন্ট পেলেও সেটি প্লে-অফের জন্য পর্যাপ্ত নয়।

মায়ামির হয়ে গত ছয় ম্যাচের পাঁচটিতেই মাঠে ছিলেন না মেসি। পায়ের ইনজুরিতে দুই সপ্তাহের মতো খেলতে পারেননি। এই ম্যাচে মেসির ফেরার প্রত্যাশা করা হলেও তিনি আর সেভাবে প্রভাব রাখতে পারেননি! ৫৫ মিনিটে বদলি হয়ে খেলতে নেমেও ভাগ্য পরিবর্তন করতে পারেননি তিনি।

মেসি যখন মাঠে নামে তখনও উভয়দলের স্কোরলাইন গোলশূন্য সমতা। এরপর ৭৮ মিনিটে মায়ামি পিছিয়ে পড়ে আলভারো বারেলের গোলে। এরপর আর কোনো দলই জালের দেখা পায়নি। এর মাধ্যমেই চলতি মৌসুমের এমএলএস যাত্রা শেষ করল মায়ামি।

Advertisement