Homeসব খবরআন্তর্জাতিকমাকে কাঁধে নিয়ে ছেলের ওমরাহ পালন

মাকে কাঁধে নিয়ে ছেলের ওমরাহ পালন

বয়সের ভারে মা চলতে পারে না। এমন অবস্থায় ওমরা পালন করার ইচ্ছা করেন মা। মায়ের সেই আবদার পূরণ করলেন ছেলে। কোলে করেই মাকে মক্কার চারপাশ ঘুরালেন। সৌদি আরবের মক্কার এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ছেলের কাঁধে চড়ে ওমরাহ করা মায়ের চোখে-মুখে আনন্দ। মা-ছেলের একসঙ্গে তাওয়াফ করার বিষয়টি লক্ষ্য করার পর অনেকেই তা ভিডিও করতে শুরু করেন। তবে ওই বৃদ্ধা ও তার ছেলে কোন দেশের তা জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছেলের প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকে বলেছেন, বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শনের অন্যন্য নিদর্শন এটি।

ওমরাহ হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি। হজের মৌসুম ছাড়া বছরের যে কোনো সময় যে কোনো মুসলিম ওমরাহ করতে পারেন। তবে অন্য সাধারণ সময়ের চেয়ে পবিত্র রমজান মাসে বেশি মুসলিম ওমরাহ পালনে মক্কা নগরীতে আসেন।

এর আগে বাবাকে কাঁধে নিয়ে এক ব্যক্তি পবিত্র ওমরা পালন করেন। সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপাক ভাইরাল হয়ে। ছবিটি হারামাইন শরিফাইনের ফেসবুক পেইজে শেয়ার করা হয়নি। সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যায়।

সূত্র: গলফ নিউজ

Advertisement