Homeসব খবরজেলার খবরপুকুরে মিলল ৭০০ গ্রাম ওজনের ইলিশ

পুকুরে মিলল ৭০০ গ্রাম ওজনের ইলিশ

বুধবার (২০ মার্চ) দুপুরে বাগেরহাটের শরণখোলায় পুকুরে ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে।উপজেলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদী সংলগ্ন বগী গ্রামের সুমন পঞ্চায়েতের বাড়ির পুকুরে মাছ ধরার সময় তার জালে ইলিশ মাছটি ধরা পড়ে। পুকুরে ইলিশ মাছ পাওয়ার খবর পেয়ে মাছটি দেখতে অনেকেই ভিড় করেন।

সুমন পঞ্চায়েত বলেন, পুকুরে ঝাঁকি জাল (খেওলা জাল) দিয়ে মাছ ধরছিলাম। তখন হঠাৎ করে ইলিশ মাছটি আমার জালে ওঠে। ইলিশ মাছ পাওয়ার খবরে সবাই অবাক হয়েছে।

সাউথখালী ইউনিয়ন পরিষদের সদস্য রিয়াদুল পঞ্চায়েত বলেন, পুকুরে বলেশ্বর নদী থেকে জোয়ার ভাটার পানি চলাচল করত। জোয়ারের পানির সঙ্গে ইলিশের পোনা ভেসে আসতে পারে।

শরণখোলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ইলিশ মাছ আসলে লোনা ও মিঠা দুই ধরনের পানিতে বসবাস করতে পারে। যে পুকুরটিতে পাওয়া গেছে সেটি নদীর কাছাকাছি। হয়ত জোয়ারের পানিতে এসেছে।

Advertisement