Homeসব খবরক্রিকেটট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন শোয়েব মালিকের ভাতিজা

ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন শোয়েব মালিকের ভাতিজা

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শোয়েব মালিকের ভাতিজা মোহাম্মদ হুরাইরা সোমবার ইতিহাস গড়লেন। দেশের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন। চলমান কায়েদ-ই-আজম ট্রফিতে নর্দার্নের হয়ে খেলছেন হুরাইরা।

ক্যারিয়ারে প্রথমবার অংশ নিয়েছেন প্রথম শ্রেণির টুর্নামেন্টে। সেখানেই ১৯ বছর ও ২৩৯ দিন বয়সে তিনশ হাঁকিয়ে ইতিহাসের পাতায় এই ব্যাটসম্যান। সব মিলিয়ে অষ্টম সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন হুরাইরা।

পাকিস্তানের মাটিতে এটি ছিল ২৩তম ট্রিপল সেঞ্চুরি এবং হুরাইরা সব মিলিয়ে ২২তম খেলোয়াড়। বেলুচিস্তানের বিপক্ষে শেষ রাউন্ডের খেলায় তৃতীয় দিনে চা বিরতিতে ৩২৭ বল খেলে এই অনন্য অর্জনে নাম লেখান তিনি। ৩৪১ বলে ৪০ বাউন্ডারি ও চারটি ছয়ে সাজানো ছিল তার ৩১১ রানের হার না মানা ইনিংস।

সর্বকনিষ্ঠ ট্রিপল সেঞ্চুরিয়ানের মর্যাদা জাভেদ মিয়াঁদাদের। ১৯৭৫ সালে ন্যাশনাল ব্যাংকের বিপক্ষে করাচি হোয়াইটসের হয়ে পাকিস্তানি গ্রেট ১৭ বছর ও ৩১০ দিন বয়সে তিনশ হাঁকান। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক টুইটে অভিনন্দন জানায়, ‘ঐতিহাসিক প্রচেষ্টা। পাকিস্তানের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন ১৯ বছর বয়সী হুরাইরা।’

Advertisement