Homeসব খবরক্রিকেটস্মিথের ক্ষুরধার মস্তিষ্কের ক্যারিশমা দেখল ক্রিকেট বিশ্ব

স্মিথের ক্ষুরধার মস্তিষ্কের ক্যারিশমা দেখল ক্রিকেট বিশ্ব

কথায় বলে ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’- যার প্রমাণ দিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার। যিনি খেলতে পারেন বিষ্ফোরক সব ইনিংস, তারই ব্যাটে দেখা গেলো কচ্ছপগতির ব্যাটিং। তবে শেষ পর্যন্ত দূর্ভাগ্যজনক ইতি ঘটেছে তার ইনিংসের। ফলে বড় জয়ই পেয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেইডে চলতি অ্যাশেজ সিরিজের দিবারাত্রির টেস্টে স্বাগতিকদের জয়ের ব্যবধান ২৭৫ রানের। দুই ইনিংস ব্যাটিং করেও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৭৩ রানের সমান করতে পারেনি ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৩৬’র পর দ্বিতীয় ইনিংসে তারা থেমেছে ১৯২ রানে।

ম্যাচটি জিততে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ৪৬৮ রানের। যা করতে হলে গড়তে হতো ইতিহাস। কিন্তু রোববার মাত্র ৮২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ফলে চোখরাঙানি দিতে থাকে পরাজয়। আজ (সোমবার) ম্যাচের শেষ দিন বাকি ৬ উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

এদিকে এই ম্যাচে দুর্দান্ত এক সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক স্মিথ। খালি চোখে মনে হয়েছিল নাথান লায়নের বলটা বেন স্টোকসের প্যাডে আঘাত করে লেগ স্টাম্প মিস করেছে। আম্পায়ারও অস্ট্রেলীয়দের আবেদনে সাড়া দেননি। শুধু স্টিভ স্মিথেরই মনে হয়েছিল, এটা আউট। নিজে একবার উইকেটের কাছে গিয়ে নিশ্চিত হলেন, বলটা আসলে উইকেটের কোথায় পড়েছে। এরপর লায়নের সঙ্গে কয়েক সেকেন্ড কথা বলেই রিভিউ নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। আর তাতেই বাজিমাত অস্ট্রেলিয়ার।

রিভিউতে টেলিভিশন আম্পায়ার সবকিছুই দেখলেন। বল ব্যাটে লেগেছে কি না, স্টাম্পের লাইনে বল ছিল কি না, বল স্টাম্পে লাগত কি না। তিনটিই মিলে গেল তিনটি লাল বিন্দুতে। বলতে গেলে ইংল্যান্ডের প্রায় সব আশার সমাপ্তি টেনে ৭৭ বলে ১২ রান করে বেন স্টোকস আউট! উইকেটটা লায়নই পেয়েছেন, কিন্তু স্টোকসকে তো আসলে ফিরিয়েছে স্মিথের ক্ষুরধার মস্তিষ্কই!

Advertisement