Homeসব খবরজেলার খবরএবার জামালপুরে জন্ম হলো পদ্মা-সেতুর

এবার জামালপুরে জন্ম হলো পদ্মা-সেতুর

জামালপুরের বকশীগঞ্জে রহিমা আক্তার রুমি নামের এক নারী যমজ সন্তানের জন্ম দিয়েছেন। যমজ সন্তানের জন্মের খুশিতে দুই সন্তানের নাম রাখা হয়েছে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর নামের সঙ্গে মিল রেখে- পদ্মা ও সেতু।

গতকাল মঙ্গলবার বিকেলে বকশীগঞ্জের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ সন্তানের জন্ম দেন ঐ নারী। তাদের একটি ছেলে ও মেয়েসন্তান। দেওয়ানগঞ্জ পৌরসভার মিজানুর রহমানের স্ত্রী রহিমা আক্তার। জন্মের পর নবজাতকরা ও মা সুস্থ আছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

রহিমার স্বজনরা জানান, দুই বছর আগে রহিমা আক্তার রুমি ও মিজানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সুখের সংসার। এরই মধ্যে রহিমা অন্তঃসত্ত্বা হন। মঙ্গলবার সকালে প্রসবের ব্যথা উঠলে বকশীগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং বিকেলে একটি ছেলে ও একটি মেয়েসন্তান জন্ম দেন রহিমা। তাদের নাম রাখা হয় পদ্মা ও সেতু।

Advertisement