Homeসব খবরক্রিকেট‘আমাকে সবাই মনে রাখিয়েন, ভুলে যাইয়েন না’

‘আমাকে সবাই মনে রাখিয়েন, ভুলে যাইয়েন না’

কোমরের ই’নজুরির কারণে অবসর ঘোষণা, আবার ফিরে আসা এবং নিজেকে বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত করা। সবকিছু ঠিক থাকলেও শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

মঙ্গলবার রাতে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। যেখানে ফিটনেস ইস্যুতে দল থেকে ছিটকে গেছেন তামিম। প্রথমে বিষয়টি নিয়ে মুখ না খুললেও গতকাল বিকেলে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় রীতিমতো বোমা ফাটিয়েছেন টাইগারদেরে তামিম ইকবাল। ১২ মিনিটের ঐ ভিডিওতে আফগানিস্তান সিরিজের মাঝেই অবসর, চিকিৎসা ও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়াসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

সাবেক টাইগার অধিনায়ক তামিম বলেন, ‘গত তিন-চার মাস আমি খুব খারাপ সময় কাটিয়ে এসেছি। আমার জন্য খুব কঠিন ছিল তিন-চার মাস। হয়তো এই কথাই (ম্যানেজ করে খেলা) যদি আমাকে অন্যভাবে বলা হতো তাহলে হয়তো আমি বিষয়টি মেনে নিতাম। কিন্তু হঠাৎ করে কেউ যদি ফোন করে বলে খেলিয়েন না, বা বলে যে আচ্ছা যদি খেলেনও আমাদের এমন আলোচনা হচ্ছে নিচে ব্যাটিং করাবে, আমি নিশ্চিত না এটা কতটুকু ন্যায্য। এটাই আসলে ঘটেছে। এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই। আমি এতটুকুই বলব আমি নিজের তরফ থেকে যতটুকু অনুভব করেছি, যেটা ঘটেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।’

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়ে তিনি বলেন, ‘আমি শুভকামনা জানাই যে ১৫ জন বিশ্বকাপে গিয়েছে, তারা যতটুকু সম্ভব বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে আসবে। আরো অনেক কিছুই ঘটেছে এটা আপনারা দেখেছেন আমি নিশ্চিত। একটা কাহিনী বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, দুটো কাহিনী ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু একজনের সঙ্গে তিন-চার মাসে যদি সাত-আটটা কাহিনী হয় তাহলে সেটা ইচ্ছাকৃত হয়।’

ভিডিওর শেষ মুহূর্তে তামিম বলেন, ‘আর একটা কথা আমাকে সবাই মনে রাখিয়েন। ভুলে যাইয়েন না।’

Advertisement