Homeসব খবরক্রিকেটতামিমকে দলে না রাখায় বিসিবিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন মাশরাফী

তামিমকে দলে না রাখায় বিসিবিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন মাশরাফী

এবার সামাজিক মাধ্যমে নতুন ভিডিও নিয়ে হাজির হলেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ভিডিওতে তামিম-সাকিবের ইস্যুতে কথা বলেন তিনি। শুরুতে তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখার প্রসঙ্গে মাশরাফী বলেন, ‘তামিম ইকবাল বলেছে যে, ক্রিকেট বোর্ড থেকে যিনি কথা বলেছে তামিমের সাথে তিনি হয়তো বা বলেছেন তুমি প্রথম ম্যাচটা একাদশে থেকো না। থাকলেও নিচের দিকে ব্যাটিং করো।’

সাবেক এই অভিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয় তামিম হয়তো বা একটু উত্তেজিত হয়ে এটা বলেছে (না খেলতে চাওয়ার বিষয়টি)। কিন্তু তার ভিত্তিতে দলে না রাখাটা আসলে কেমন হলো। তামিমকে একাদশে না থাকা বা নিচে ব্যাটিং করার বিষয়টি ক্রিকেট নলেজ যদি আমার বিন্দুমাত্র থাকে তাহলে আমি বলবো এই বিষয়টা ক্রিকেট বোর্ডের কেউ বলার বিষয় না।’

মাশরাফি বোর্ডকে প্রশ্ন ছুঁড়ে জানতে চান, টিম ম্যানেজমেন্ট যদি বলেন সেই জিনিসটা বাংলাদেশ থেকে বলতে পারে, দল ঘোষণার পরও বলতে পারে ইন্ডিয়া গিয়ে বসেও বলতে পারতো। ম্যাচের একদিন আগে, দুই দিন আগে যেটা পরিস্থিতি অনুযায়ী বলতে পারতো। উইকেট দেখার পর কোচ-অধিনায়ক একটা সিদ্ধান্ত নেন। কিন্তু সেটা এতে আগে করার কারণটা আসলে কি আমি জানি না। এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে।

Advertisement