Homeসব খবরবিনোদন‘সাংবাদিকদের জন্যই আমি মাহিয়া মাহি’

‘সাংবাদিকদের জন্যই আমি মাহিয়া মাহি’

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ‘যাও পাখি বলো তারে’ সিনেমার সংবাদ সম্মেলনে বলেন, ‘সাংবাদিকদের জন্যই আমি মাহিয়া মাহি, ইউটিউবারদের জন্য না’। চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমার প্রচারে বিনোদন সাংবাদিকদের এগিয়ে আসার অনুরোধ করেছেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। ৭ অক্টোবর সারা দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে মাহির বিপরীতে আছেন আদর আজাদ।

মাহিয়া মাহি তার বক্তব্যে বলেন, ‘পরিচালকের ওপর আমার ভীষণ রাগ। যখন শুটিং করেছি তখন রাগ ছিল না। এখন আছে, কারণ সিনেমার সুন্দর সংলাপগুলো আদরকে দিয়েছে। আমাকে দেয়নি।’ মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল টিম ‘যাও পাখি বলো তারে’।

শুটিংয়ের স্মৃতিচারণ করে মাহি বলেন, ‘আমার মনে হয়েছে আমি সত্যি একজন মজনু পেয়েছি। পুরো সিনেমায় আদর একটা ঘোরে ছিল, আমিও ছিলাম। একদিন শুটিংয়ে যাওয়ার পথে কাঁদায় আমার জুতা আটকে গিয়েছিল। পেছনে তাকিয়ে দেখি আদর জুতা তুলে নিয়ে আসছে। আমি বললাম- আদর এখন শুট চলছে না। তুমি এখন ক্যারেক্টার থেকে বের হও।’

প্রেমের সিনেমা ‘যাও পাখি বলো তারে’। সিনেমার জন্য দোয়া চেয়েছেন মাহিয়া মাহি। তিনি আশা করছেন, সিনেমাটি ‘পোড়ামন-২’ সিনেমাকেও হারিয়ে যাবে। সিনেমাটি প্রসঙ্গে আজাদ আদর বলেন, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প নিয়ে ছবিটি নির্মাণ হয়েছে। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়বস্তু হিসেবে।’

মাহি-আদর ছাড়াও সিনেমাটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র, রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত, রেবেকা, বড়দা মিঠু, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে। সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে ‘যাও পাখি বলো তারে’।

Advertisement