Homeসব খবরজাতীয়'রোজিনার বুকের উপর পা চাপা দিয়ে ধরেন অতিরিক্ত সচিব'

‘রোজিনার বুকের উপর পা চাপা দিয়ে ধরেন অতিরিক্ত সচিব’

রাষ্ট্রীয় গোপন নথি সরানোর অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলামের প্রায় ছয় ঘণ্টা আটকাবস্থায় তার উপর শারীরিক নির্যাতন চালান একজন অতিরিক্ত সচিব, দাবি করেছেন রোজিনার পরিবারের সদস্যরা।

সোমবার (১৭ মে) রাতে শাহবাগ থানায় রোজিনার সাথে দেখা করার পর এ কথা জানান রোজিনার স্বামী ও ভাই।সোমবার রাত দেড়টার দিকে সাত মিনিটের জন্য রোজিনা ইসলামের স্বামী ও ভাইকে তার সাথে দেখা করতে দেয় শাহবাগ থানা পুলিশ। সেখান থেকে বেরিয়ে রোজিনার ভাই রোজিনার উপর চালানো নির্যাতনের বর্ণনা দেন।

তিনি বলেন, সচিবালয়ে আটক থাকা অবস্থায় একজন নারী অতিরিক্ত সচিব রোজিনার বুকের উপর পা চাপা দেন এবং তার গলা টিপে ধরেন। রোজিনার হাতে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি। এর আগে পাঁচ ঘণ্টা সচিবালয়ে রোজিনাকে আটকে রাখার পর হাসপাতালে নেয়ার নাম করে তাকে শাহবাগ থানায় নিয়ে আসে পুলিশ। পরে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ এর ৩(৫) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

রোজিনা ইসলামের পরিবার এ ব্যাপারে পাল্টা মামলা করার কথা জানিয়েছেন। সে বিষয়ে কথা বলার জন্য মঙ্গলবার (১৮ মে) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে গেছেন রোজিনার পরিবারের সদস্য ও কয়েকজন সিনিয়র সাংবাদিক।

Advertisement