Homeসব খবরক্রিকেটম্যাক্সওয়েলকে আউট করতে জাদেজাকে কী বার্তা দিয়েছিল ধোনি?

ম্যাক্সওয়েলকে আউট করতে জাদেজাকে কী বার্তা দিয়েছিল ধোনি?

প্রথম চার ম্যাচে যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল পঞ্চম ম্যাচে এসে মুখ থুবড়ে পড়ল তারাই। সৌজন্যে রবীন্দ্র জাদেজার দুর্ধর্ষ অল-রাউন্ড পারফরম্যান্স। ব্যাট হাতে ইনিংসের অন্তিম ওভারে ৩৭ রান সংগ্রহ করার পর বল হাতে ৩ উইকেট, সঙ্গে একটি রান-আউট। সবমিলিয়ে জাড্ডুর ক্লিনিক্যাল পারফরম্যান্সে ধরাশায়ী আরসিবি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২১-এর ১৯ তম ম্যাচে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এর মধ্যে ম্যাচ চলছিল।

তবে এই ম্যাচ কেবল একজন ব্যক্তির নাম – তা হল রবীন্দ্র জাদেজা। তিনি এত ভালো পারফর্মের জন্য এমএস ধোনি কাছ থেকেও সহায়তা পেয়েছিলেন। ৬৯ রানের জয়ের লক্ষ্যে তার দলকে পৌঁছে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। জাদ্দুর অল-রাউন্ড স্কিলের একটি ধরাশায়ী বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল। চেন্নাই ইনিংসের স্লগ ওভারে চলে রবীন্দ্র জাদেজার শো।

এমএস ধোনি সামনে এসে জাদেজাকে মার খাওয়ার ভয় ছাড়াই বোলিং করতে বলেছিলেন। টুইটারে এক সমর্থক এই ভিডিওটি শেয়ার করেছেন এবং তাতে ধোনি জাদেজাকে ম্যাক্সওয়েলে কীভাবে বোলিং করতে হবে সে সম্পর্কে পরামর্শ দিতে শোনা যাচ্ছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে দিয়েছে। “মারনে দে, সোচ কে মার মাত খানা” অর্থাৎ ধোনি বলেন, “মারতে দে, ওত ভেবে মার খেতে হবে না।

এমনটাই ধোনির গলায় জাদেজাকে বলতে শোনা যায়। তবে ম্যাক্সওয়েল বলের সাথে সংযোগ স্থাপনে ব্যর্থ হওয়ার পরে জাদেজা ম্যাক্সওয়েলের লেগ-স্টাম্পকে ছিটকে ফেলে দেন এবং তিনি আউট হন।

Advertisement