Homeসব খবরবিনোদন‘শনিবার বিকেল’ নিয়ে শুনানি, জানা গেলো যে সিদ্ধান্ত

‘শনিবার বিকেল’ নিয়ে শুনানি, জানা গেলো যে সিদ্ধান্ত

প্রায় ৪ বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। সিনেমাটির মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত তোলপাড়। তারমধ্যেই সিনেমাটি নিয়ে সেন্সর বোর্ডের আপিল কমিটি শনিবার (২১ জানুয়ারি) শুনানির দিন ধার্য করে।

জানা গেছে, এদিন আপিল কমিটি ‘শনিবার বিকেল’ সিনেমাটি পুনরায় দেখেছেন। এসময় আপিল কমিটির সাথে ‘শনিবার বিকেল’ এর প্রতিনিধি হিসেবে ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান, নির্মাতা বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ।

তার বরাতে ফারুকী বলেন, আপিল কমিটি ‘শনিবার বিকেল’ সিনেমাটি দেখেছেন। ছবিটি নিয়ে সিদ্ধান্ত নিতে দুই একদিন সময় চেয়েছেন তারা।

মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের সেন্সর আপিল কমিটিতে সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে রয়েছেন।

‘শনিবার বিকেল’ মুক্তি চেয়ে বহুদিন ধরেই প্রতিবাদে সরব সংশ্লিষ্টরা। গেল বছরে ছবিটি মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হন দেশের সাংস্কৃতিক কর্মীরা। বিবৃতি দিয়েছেন দেশের ১৩০জন সংস্কৃতি কর্মী।

বোর্ডের এ সিদ্ধান্তের বিপরীতে সেই সময়েই আপিল করে চলচ্চিত্রটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আপিলের পর ছাড়পত্রের বিষয়ে দীর্ঘ দিনেও কোনও সিদ্ধান্ত নেয়নি সেন্সর বোর্ড।

Advertisement