Homeফুটবলমেসির জন্য যু’দ্ধে যেতে রাজি মার্তিনেজরা

মেসির জন্য যু’দ্ধে যেতে রাজি মার্তিনেজরা

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ। কাতারে ফুটবল বিশ্বকাপের পর অবসরের ঘোষণা করতে পারেন। ইঙ্গিত দিয়ে রাখলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন তিনি।-গোল ডটকম

আসরে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছে টিম আর্জেন্টিনাও। তবে বিশ্বকাপে যোগ দেওয়ার আগে মেসির সতীর্থ লিসান্দ্রো মার্তিনেজ বলছেন ভিন্ন কথা। এই ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারের বলেছেন, এটা কীভাবে মেসির শেষ বিশ্বকাপ হয়? না না, সে পাগলামি করছে। আমরা তাকে যেতে দেব না। আমরা তার জন্য যু’দ্ধ যাচ্ছি।

যদিও কাতার বিশ্বকাপ প্রসঙ্গে মেসি বলেছিলেন, বিশ্বকাপের জন্য দিন গুনছি। প্রবল উদ্দীপনা আর দুশ্চিন্তা একই সঙ্গে কাজ করছে। আমরা এটা জিততে চাই, কী হবে জানি না। তবে এটাই শেষ, যা-ই হোক না কেন।গত বছর লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা কোপা আমেরিকা ট্রফি জেতে ২৮ বছর পর। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা।

দেশের জার্সি গায়ে সেটাই ছিল মেসির প্রথম ট্রফি জয়। নিশ্চিতভাবেই তার পরবর্তী লক্ষ্য ফুটবল বিশ্বকাপ ট্রফি। কাতার বিশ্বকাপে ফেভারিট হিসেবে যাচ্ছে দক্ষিণ আমেরিকান জায়ান্টরা। মেসি বলেন, কাতারে ফিফা বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কী হবে তা নিয়ে আমিও কিছুটা চিন্তিত। তবে এটাই আমার শেষ বিশ্বকাপ। কেমন হবে জানি না। আমি চাই সবকিছু ভালো হউক।

Advertisement