Homeসব খবরবিনোদনমানুষের চেহারা নয়, অর্থ নয়, সাহস প্রচেষ্টা প্রয়োজন :...

মানুষের চেহারা নয়, অর্থ নয়, সাহস প্রচেষ্টা প্রয়োজন : হিরো আলম

সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে বাংলাদেশের নাটক-সিনেমা তথা সংস্কৃতি অঙ্গনের নামকরা ব্যক্তিত্ব মামুনুর রশিদ মন্তব্য করেন যে, আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কু’রুচি, কু’শিক্ষা ও অপ’সংস্কৃতির, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও। নাট্যজন মামুনুর রশিদের একটি মন্তব্য নিয়ে সারা দেশে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে।

এক ফেসবুক লাইভে হিরো আলম বলেছিলেন, আমার কী অপরাধ, কেন আমার লেখাপড়া নাই, চেহারা নাই? আপনার ছেলে যদি হতাম আমি। এভাবে বলতে পারতেন কেউ। হিরো আলমের মামা খালু নাই, ওয়েট নাই। অনেক এমপি দেখছি সমাজের, দেশের, মানুষের কথা বলে না। নিজেরা ব্যস্ত। তিনি আরও বলেছিলেন, আপনাদের রুচিসম্পন্ন মানুষের কারণে যদি আমি আ’ত্মহ’ত্যা করি, তবে এর দায় আপনাদেরই নিতে হবে।

তার এমন মন্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে নানা কথা হচ্ছে। কেউ অভিনেতার পক্ষে, আবার কেউ কটাক্ষ করছেন। মামুনুর রশীদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন হিরো আলম।

আবারও হিরো আলম আজ রবিবার (২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের দুটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আচ্ছা আপনারা সবাই বলেন তো, আমি কি দেখতে খুবই খারাপ, পোশাক মেকআপ গেটাপ পরিবর্তন করতে পারে যারা রুচিশীল ব্যক্তি আছেন যারা তারা, ইচ্ছে করলে কিন্তু হিরো আলমকে পরিবর্তন করতে পারতেন আপনারা, করেন না তাই আমি নিজেই পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছি।

‘আচ্ছা বলেন তো, আমার কোনো পরিবর্তন মনে হইতেছে, আমি নিজেকে সম্পূর্ণ তৈরি করে আপনাদের দেখিয়ে ছাড়ব, মানুষের চেহারা নয় অর্থ নয় সাহস প্রচেষ্টা প্রয়োজন।’

Advertisement