Homeসব খবরআন্তর্জাতিকফিলিস্তিনের সেই ভাই-বোনের মুক্তি মিলেছে ইসরায়েল থেকে

ফিলিস্তিনের সেই ভাই-বোনের মুক্তি মিলেছে ইসরায়েল থেকে

ফিলিস্তিনি মানবাধিকারকর্মী এবং অ্যাকটিভিস্ট মুনা আল-কুর্দ ও মোহাম্মদ আল-কুর্দকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ পাড়া থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তারা।-খবর আল-জাজিরার

তবে আটকের কয়েক ঘণ্টা পরেই ছেড়ে দেওয়া হয়েছে মুনাকে। তার জমজ ভাই মোহাম্মদও মুক্তি পাবেন বলে এক ভিডিওবার্তায় আশা প্রকাশ করেছেন তার বাবা নাবিল আল-কুর্দ।

ইসরায়েলি পুলিশের সমন পেয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মোহাম্মদ। ২৩ বছর বয়সী এই অ্যাকটিভিস্টের বাবা বলেন, তারা আমাদের জেরুজালেম থেকে উৎখাত করতে চাচ্ছে। কিন্তু আমরা এখানেই আছি।

তিনি বলেন, ফিলিস্তিনিদের অস্ত্র হলো ক্যামেরা ও ভাষা। কিন্তু ইসরায়েলিরা অত্যাধুনিক অস্ত্রসমৃদ্ধ। এর আগে অ্যাকটিভিস্টদের মুক্তির দাবিতে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে স্টান গ্রেনেড ছোড়ে ইসরায়েলি পুলিশ।

এছাড়া আল-জাজিরা আরবির সাংবাদিক গিভারা বিডেইরিকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি শেখ জাররাহ পাড়ায় একটি বিক্ষোভের খবর সংগ্রহের জন্য গিয়েছিলেন। তার গ্রেফতারে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।

Advertisement