Homeসব খবরআন্তর্জাতিকপ্রেসিডেন্টের টুইট মুছে দেয়ায় টুইটার নিষিদ্ধ নাইজেরিয়ায়

প্রেসিডেন্টের টুইট মুছে দেয়ায় টুইটার নিষিদ্ধ নাইজেরিয়ায়

প্রেসিডেন্টের টুইট মুছে দেয়ায় টুইটার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করলো নাইজেরিয়া। নির্দেশ অমান্যকারীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দিয়েছে সরকার।

গত বুধবার (২ জুন) প্রেসিডেন্ট মুহাম্মাদু বুখারির বিতর্কিত একটি মন্তব্য মুছে দেয় টুইটার। যেখানে সরকারের বিরোধিতাকারীদের পরোক্ষভাবে হত্যার হুঁশিয়ারি দেয়া হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় টুইটটি। কিছুক্ষণ পরই মাইক্রোব্লগিং সাইটটির নীতি লঙ্ঘনের দায়ে ডিলিট করা হয় সেই টুইট। এরপর শুক্রবার (৪ জুন) রাতেই টুইটার অ্যাকসেস বন্ধ করে দেয় দেশটির মোবাইল অপারেটররা।

তবে ভিপিএনসহ বিকল্প উপায়ে ব্যবহার করছে অনেকে। সেকারণেই কঠোর শাস্তির হুমকি দিয়ে বিবৃতি দিয়েছে প্রশাসন। সরকারের এমন পদক্ষেপে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল। মানবাধিকার কর্মীরা সরকারের এমন সিদ্ধান্তকে জনগণের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ বলে সমালোচনা করছে।

Advertisement