Homeসব খবরজেলার খবরপদ্মায় ধরা পড়ল ৩১ কেজির বাঘাইড়, ৪৪ হাজারে বিক্রি

পদ্মায় ধরা পড়ল ৩১ কেজির বাঘাইড়, ৪৪ হাজারে বিক্রি

গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া একটি বাঘাইড় মাছ শনিবার সকালে ৪৪ হাজার টাকারও বেশি দামে বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল ৩১ কেজি ৫০০ গ্রাম।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ডাকের মাধ্যমে ১২৫০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৩৭৫ টাকায় কিনে নেন। পড়ে তিনি ১৪০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১০০ টাকায় মাছটি ঢাকায় বিক্রি করেন। মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, এখন নদীতে প্রায় বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। ফলে ভাগ্য খুলেছে জেলেদের। তিনি আরও জানান, জয়নাল হাওলাদারের জালে ভোরে বাঘাইড় মাছটি পদ্মা নদীতে ধরা পড়লে সকালে তিনি মাছটি দৌলতদিয়া ঘাটের আড়তে বিক্রি করতে আনেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মায় ইলিশের আকাল থাকলেও এ মৌসুমে পানি বাড়ায় মাঝেমধ্যেই বিভিন্ন প্রজাতির মিঠাপানির সুস্বাদু বড় ধরনের মাছ পাওয়া যাবে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা বেড় জালে ধরা পড়ে।

Advertisement