Homeসব খবরক্রিকেটদায়িত্ব নিয়ে খেলতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব...

দায়িত্ব নিয়ে খেলতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব : লিটন দাস

তারুণ্য নির্ভর দল নিয়ে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। টেস্ট সিরিজ হেরে আসা বাংলাদেশ অবশ্য পূর্ণ সামর্থ্যের দল নিয়েই খেলবে হোম সিরিজে। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানকেও পাবে তামিম ইকবালের দল। আইসিসি ওয়ানডে সুপার লিগের এ সিরিজে পূর্ণ পয়েন্ট অর্জনই বাংলাদেশের টার্গেট। নিকট অতীতে সময়টা ভালো না কাটলেও প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ভালো কিছুর আশা করছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটের বলেই সিরিজ জয়ে আত্মবিশ্বাসী উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস।

তবে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের শক্তিমত্তার খুব বড় ব্যবধান নেই বলে মনে করেন লিটন। ওয়ানডেতে লঙ্কানরাও ভালো দল। তাই সেরাটাই খেলতে হবে বাংলাদেশকে। ঈদের আগে সোমবারই ছিল বাংলাদেশের প্রাথমিক দলের শেষ ঐচ্ছিক অনুশীলন। কাল থেকে ছুটিতে যাচ্ছেন ক্রিকেটাররা। সোমবার মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করেছেন মুশফিক-মাহমুদউল্লাহরা।

অনুশীলনের পর হোম সিরিজ নিয়ে লিটন দাস বলেছেন, ‘আমরা সাদা বলের ক্রিকেটে অনেক ভালো। বিশেষ করে ওয়ানডেতে হোম কন্ডিশনে যখন খেলি আমরা, তখন অনেক ভালো একটা টিম। আমার মনে হয় আমরা এখন পুরো দল পাবো সাদা বলের ক্রিকেটে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।’

ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব, মনে করেন লিটন দাস। প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও বেশ সমীহ করছেন ডানহাতি এ ওপেনার। নিজেদের সেরা ক্রিকেট খেলার তাগিদই দিলেন লিটন। তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কা আমার কাছে মনে হয় সমান দল আমরা। কারণ তারাও সাদা বলের ক্রিকেটে ভালো খেলে। আমাদের ভালে ক্রিকেট খেলতে হবে প্রথমত। খেলাটা নিজের করতে নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে। তাহলে আমার মনে হয় সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।’

নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজেও বড় রান পাননি লিটন। গতকাল বিগ হিটের অনুশীলন করেছেন তিনি। ইনিংসের শুরুতে ১০ ওভার কাটিয়ে দিতে পারলে লম্বা ইনিংস খেলার আশা করছেন তিনি।নিজের ব্যাটিং নিয়ে বলেছেন, ‘অবশ্যই নিজের খেলা তো আগের চেয়ে অনেক ভালো বুঝি। আমি যেহেতু সাদা বলের ক্রিকেটে ওপেন করি, এই জন্য আমার নতুন বলটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম দশ ওভার যদি আমি খেলে দিতে পারি। তারপর আমার জন্য খুব সহজ হয়ে যায়।’

Advertisement