Homeসব খবরজেলার খবরঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘ'র্ষ, আহত ২৫ আশ'ঙ্কাজনক ৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘ’র্ষ, আহত ২৫ আশ’ঙ্কাজনক ৮

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় ২৫ যাত্রী আহত হয়েছে। সোমবার (৮ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে শ্রীনগরের উমতারা ব্রিজ এলাকায় এ দু’র্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান রিবেন। এ ঘটনায় আহতদের মধ্যে ১৬ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে ঢাকায় পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, দূ’র্ঘটনা কবলিত দুটি বাসই মাওয়ার দিকে যাচ্ছিল। পথে কেওয়াটখালী এলাকায় ইলিশ পরিবহনের বাসটি থামিয়ে যাত্রী ওঠা-নামা করা হচ্ছিল। এ সময় একই লেনে পেছন থেকে দ্রুত গতিতে আসা সোহাগ পরিবহনের বাসটি এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ইলিশ পরিবহনের বাসের পেছনের অংশ ও সোহাগ পরিবহন বাসের সামনের অংশ।

এ অবস্থায় দুটি বাসেই আহত হয়ে আটকা পড়েন বেশ কিছু যাত্রী। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দূ’র্ঘটনা কবলিত বাস কেটে যাত্রীদের বের করে হাসপাতালে পাঠায় বলে জানান শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহ আলম।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাম্মি বলেন, ‘এ পর্যন্ত ১৬ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যাদের মধ্যে ৮ জনের অবস্থা গুরু’তর। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে।’

Advertisement