Homeসব খবরক্রিকেটটেস্ট র‌্যাংকিংয়ে বড় ধরনের অবনতি হয়েছে বাংলাদেশের

টেস্ট র‌্যাংকিংয়ে বড় ধরনের অবনতি হয়েছে বাংলাদেশের

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারের পর শ্রীলঙ্কার মাটিতেও সিরিজ হারে বাংলাদেশ। যে কারণে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ৫ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। তবে ৫ রেটিং পয়েন্ট কমলেও ৪৬ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে নবমস্থানে রয়েছে বাংলাদেশ।

আইসিসির নতুন প্রকাশিত টেস্ট র‌্যাংকিংয়ে এ সবার উপরে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট ভারত এবং নিউজিল্যান্ড। হালনাগাদে এক রেটিং পয়েন্ট বেড়ে ভারতের পয়েন্ট এখন ১২১, দুই রেটিং পয়েন্ট বেড়ে নিউ জিল্যান্ডের হয়েছে ১২০। অন্যদিকে তিনি রেটিং পয়েন্ট বেড়ে তিনে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১০৯।

১০৮ পয়েন্ট নিয়ে চারে অস্ট্রেলিয়া, তারা হারিয়েছে পাঁচ পয়েন্ট। ৯৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে পাঁচে, তাদের বেড়েছে তিন পয়েন্ট। হালনাগাদে বড় সুখবর পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম থেকে তারা উঠে এসেছে ষষ্ঠ স্থানে, ২০১৩ সালের পর এটা তাদের সেরা অবস্থান। তিন রেটিং পয়েন্ট বেড়ে ক্যারিবিয়ানদের পয়েন্ট এখন ৮৪।

দক্ষিণ আফ্রিকা পেয়েছে এর উল্টো স্বাদ। ৯ রেটিং পয়েন্ট হারিয়ে ৮০ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে সাতে, টেস্ট র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে যা তাদের সর্বনিম্ন অবস্থান। সাতে অবশ্য তারা নেমেছিল আগেও।

Advertisement