Homeসব খবরজেলার খবরঝিনাইদহে মরিচের কেজি ১৫ টাকা, কৃষকের মাথায় হাত!

ঝিনাইদহে মরিচের কেজি ১৫ টাকা, কৃষকের মাথায় হাত!

একমাস আগেও যে মরিচ প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি করা হতো তা এখন বিক্রি হচ্ছে মাত্র ১৫-১৮ টাকা দরে। ঝিনাইদহে কাঁচা মরিচের দাম কমায় কৃষকের মাথায় হাত। চলতি মৌসুমে মরিচের বাম্পার ফলন হওয়ায় দাম কমেছে মরিচের। প্রতি কেজি মরিচ খেত থেকে উঠাতে শ্রমিককে দিতে হচ্ছে ১০ টাকা। প্রতি মণে দুই কেজি বেশি দিতে হয় পাইকারদের। খেত থেকে মরিচ তুলে বাজারে বিক্রি করার পর খরচের টাকাই উঠছে না। মরিচের দাম কমায় চাষিদের লোকসান গুনতে হচ্ছে।

শৈলকুপা উপজেলা গোকুলনগর গ্রামের চাষি ইমরান হোসেন বলেন, চলতি মৌসুমে ১৫ কাঠা জমিতে মরিচ চাষ করেছি। ফলনও বেশি ধরেছে গাছে। কিন্তু মরিচের দাম না থাকায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। বিক্রির জন্য বস্তা ভর্তি কাঁচা মরিচ নিয়ে অপেক্ষায় চাষিরা। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অফিস থেকে জানা যায়, এ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় গাছে প্রচুর মরিচ ধরেছে। জেলায় এক হাজার ৭২৪ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন মরিচ চাষ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলি জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। তাই একটু দাম কমে গেছে। কাঁচা মরিচ সংরক্ষণের ব্যবস্থা নেই।

Advertisement