Homeসব খবরজেলার খবরচাঁদপুরে ২০০ টাকা পর্যন্ত কমেছে ইলিশের দাম!

চাঁদপুরে ২০০ টাকা পর্যন্ত কমেছে ইলিশের দাম!

চাঁদপুর বড় স্টেশন মাছের হাট দেশের সর্ববৃহৎ ইলিশের হাট। মৌসুমের শেষে চাঁদপুরর এই হাটে ইলিশের সরবরাহ বেড়েছে। গত সপ্তাহে ইলিশের সরবরাহ কম থাকায় দাম বেশি থাকলেও এখন সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে দাম। আগে ভরা মৌসুমে এই ঘাটে প্রায় ২-৩ হাজার মণ ইলিশ আসতো। কিছুদিন যাবত দেড় থেকে ২ হাজার মণ ইলিশ আসছে। এইসব ইলিশের বেশিরভাগ ইলিশই ভোলা, বরিশাল, হাতিয়া, সন্দ্বীপসহ সাগর মোহনার।

জানা যায়, কায়েকদিনে টানা বৃষ্টির কারণে পানি বেড়ে যাওয়ায় পদ্মা-মেঘনার জেলেদের জালে বেশিপরিমাণে ইলিশ ধরা পড়ছিল। আড়তদার ও মাছ ব্যবসায়ীরা জানায়, জেলেদের জালে বেশি বেশি ইলিশ ধরা পড়ায় বাজারে আস্তে আস্তে ইলিশের সরবরাহ বাড়ছে। ঘাটের একমাত্র নারী ব্যবসায়ী রোকেয়া বলেন, ভরা মৌসুমে ইলিশের সংকট থাকলেও গত একসপ্তাহ যাবত ইলিশ বেশি আসায় খুশি আড়তদার ও ব্যবসায়ীরা। বিগত ৩-৪ দিন যাবত ইলিশ বেশি আসাতে দামও কিছুটা কমেছে।

চাঁদপুর বড় স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০-৯০০ টাকা, ৮০০-৯০০ গ্রামের ইলিশ ১০০০-১১০০ টাকা ও ১ কেজি ওজনের ইলিশ ১৩০০-১৪০০ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ ১৫০০-১৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় কেজিতে দেড় শ থেকে দুই শ টাকা কম। দাম কিছুটা কমলেও সাধারণ ক্রেতারা ইলিশ কিনতে হিমশিম খাচ্ছেন। তবে এই হাটের ব্যাপক পরিচিতি থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা এখান থেকে ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক বলেন, গত সপ্তাহের তুলনায় এখন ইলিশের সরবরাহ বেশি। আর কিছুদিন এমন সরবরাহ থাকলে দাম কম থাকবে। ফলে সারাদেশের মানুষ ইলিশ কিনে খেতে পারবে। আরবিদেশেও রপ্তানি করা যাবে।

Advertisement