Homeসব খবরজাতীয়গণপরিবহন সংকটে বাসে উঠতে না পেরে রাস্তায়ই ভিড় জমিয়েছে...

গণপরিবহন সংকটে বাসে উঠতে না পেরে রাস্তায়ই ভিড় জমিয়েছে যাত্রীরা

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল বেলার চিত্র দেখে বুঝার কোনো উপায় নাই যে দেশে করোনা বলতে কিছু আছে। রাস্তার যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। গণপরিবহন সংকটে বাসে উঠতে না পেরে রাস্তায়ই ভিড় জমিয়ে পরিবহনের জন্য অপেক্ষা করছেন কর্মস্থলগামী যাত্রীরা। রাজধানীর টংগি স্টেশন রোড এলাকায় দেখা যায় এমন চিত্র।

অন্যদিকে, বাসে উঠতে না পেরে বিক্ষোভ করেছেন কর্মস্থলগামী যাত্রীরা। রাজধানীর নিকুঞ্জ এলাকার খিলক্ষেত সড়কে সকালে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. গণমাধ্যমকে বলেন, ৫০ শতাংশ আসনে যাত্রী নেওয়ায় অনেক যাত্রী বাসে উঠতে পারছেন না।

ফলে তারা অফিসে বা গন্তব্যে যাওয়ার কোনো বাহন না পেয়ে নিকুঞ্জ এলাকার খিলক্ষেত সড়কে বিক্ষোভ করেন। বিক্ষোভের ফলে রাস্তায় কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ ছিল। পরে আমাদের টহল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এখন পুলিশ রয়েছে।

Advertisement