Homeসব খবরক্রিকেটওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে চারে উঠল বাংলাদেশ

ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে চারে উঠল বাংলাদেশ

একটা সময় জয়ের জন্য বাংলাদেশ এভাবেই লড়াই করত। কিন্তু শেষ মুহূর্তে এসে হারতে হতো ম্যাচ। তখন সমর্থকদের কষ্টের শেষ থাকত না। আজ শ্রীলঙ্কান সমর্থকেরা ঠিক এই কষ্টটাই পাচ্ছেন। আট নম্বর ব্যাটসম্যান হাসরাঙ্গা ডি সিলভার দাপুটে ব্যাটিংয়ে একসময় মনে হচ্ছিল, বাংলাদেশ জিতবে তো? অবশেষে জয় হয়েছে বাংলাদেশের। কিন্তু হাসরাঙ্গার লড়াইকে স্যালুট না জানিয়ে উপায় নেই। বাংলাদেশ জিতেছে ৩৩ রানে। ব্যবধানটা এতটা কমিয়ে এনেছেন সেই হাসরাঙ্গা।

ওয়ানডে লিগের চারে বাংলাদেশ-: সব সংস্করণ মিলিয়ে টানা ১০ ম্যাচ জয়শূন্য থাকার পর এলো জয়। শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডেতে ৩৩ রানে হারিয়ে ১০ পয়েন্ট পেল বাংলাদেশ। আইসিসি ওয়ানডে সুপার লিগে উঠে এলো চার নম্বরে।

৩০ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান মেহেদী হাসান মিরাজের। ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৭/৬ (তামিম ৫২, লিটন ০, সাকিব ১৫, মুশফিক ৮৪, মিঠুন ১, মাহমুদউল্লাহ ৫৪, আফিফ ২৭*, সাইফ ১৩*; উদানা ১০-১-৬৪-০, চামিরা ৮-০-৩৯-১, ধনাঞ্জয়া ১০-২-৪৫-৩, গুনাথিলাকা ২-০-৫-১, হাসারাঙ্গা ১০-০৪-৪৮-০, সান্দাক্যান ১০-০-৫৫-১)

শ্রীলঙ্কা: ৪৮.১ ওভারে ২২৪ (গুনাথিলাকা ২১, কুসল পেরেরা ৩০, নিসানকা ৮, কুসল মেন্ডিস ২৪, ধনাঞ্জয়া ৯, বান্দারা ৩, শানাকা ১৪, হাসারাঙ্গা ৭৪, উদানা ২১, সান্দাক্যান ৮*, চামিরা ৫; মিরাজ ১০-২-৩০-৪, তাসকিন ৯-০-৬২-০, মুস্তাফিজ ৯-০-৩৪-৩, সাইফ ১০-০-৪৯-২, সাকিব ১০-০-৪৪-১, মাহমুদউল্লাহ ০.১-০-১-০)।

Advertisement