Homeসব খবরবিনোদন‘এই শিক্ষাটা অনেক বিখ্যাত ব্যক্তিদেরও নেই’

‘এই শিক্ষাটা অনেক বিখ্যাত ব্যক্তিদেরও নেই’

চঞ্চল চৌধুরী। দেশের বিখ্যাত এই অভিনেতা একের পর এক ছবির প্রস্তাব পাচ্ছেন এখন টলিপাড়া থেকে। মৃণাল সেনের পরিচিত পোজ়ে লুক সামনে আসতেই তা নেটপাড়ায় প্রশংসা কুড়োয়। অন্যদিকে সেল নম্বর ১৪৫, ঝড় তুলেছিল ভক্তমনে।

তিনি এখন পর্দার মৃণাল সেন। বর্তমানে টলিউডের ছবি নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। খবর সামনে আসার পর থেকেই বাংলার কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক, ‘পদাতিক’ নিয়ে চর্চা তুঙ্গে।

২০২২-এ ‘অপরাজিত’ সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ সফরকে ফ্রেমবন্দি করেছিল। এবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাতে তৈরি হচ্ছে এই ছবি। মুখ্য ভূমিকাতে থাকতে চলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, মনামী ঘোষ। মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীকে দেখে এক কথায় সকলেই অবাক। একেবারে অবিকল মৃণাল সেন।

পরিচালকের পরিচিত পোজ়ে লুক সামনে আসতেই তা নেটপাড়ায় প্রশংসা কুড়োয়। অন্যদিকে সেল নম্বর ১৪৫, ঝড় তুলেছিল ভক্তমনে। কারাগারের এক অজানা রহস্য, যেখানে পরতে-পরতে ছড়িয়ে থাকা এক অজানা ভয়, সঙ্গে এক অজ্ঞাত পরিচয়ের কয়দি। সারা ওয়েব সিরিজ জুড়ে দাপিয়ে বেড়িয়েছেন অনবদ্য চঞ্চল চৌধুরী।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেতা। ঈদেও তাই হাজির দিলেন নিয়মমাফিক। সোশ্যাল মিডিয়ায় এবার পড়ালেন ভদ্রতার পাঠ। লিখলেন, যে কোন ব্যাপারে কেউ কোন প্রশংসা করলে,তাঁকে অন্ততঃ ধন্যবাদটা দিতে হয়। এটা ভদ্রতা…..

অনেকে প্রশংসা পাওয়াটাকে তাঁদের পৈত্রিক সম্পত্তি মনে করেন। এই শিক্ষাটা অনেক বিখ্যাত ব্যক্তিদেরও নেই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা॥ সবাইকে ঈদ মুবারক….আসুন সবাই মানবিক ও ভদ্র হই।

Advertisement